টঙ্গী পশ্চিম থানা পুলিশ ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশ থেকে পেট্রল ও ধারাল অস্ত্রসহ ১১ জন জামায়াত-শিবিরের নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
বুধবার (১ নভেম্বর) রাত ৯টার দিকে টঙ্গীর সফিউদ্দিন সরকার একাডেমীর সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশ থেকে তাদের আটক করে পুলিশ।
টঙ্গী পশ্চিম থানার ওসি মো. শাহ আলম, গোপন সংবাদের ভিত্তিতে আমরা পুলিশের একটি টিম নিয়ে অভিযান চালাই। আসামিরা পরস্পর এক সঙ্গে হয়ে নাশকতার পরিকল্পনা করছে মর্মে খবর পেয়ে তাদের আটক করি।
আসামিদের দখল থেকে পেট্রল, ধারাল অস্ত্র ও অন্যান্য সরঞ্জাম উদ্ধার হয়।