Google search engine
প্রচ্ছদUncategorizedনবজাতক সন্তান রেখে পালালো ভারসাম্যহীন মা, ঠাঁই হলো ইউএনও’র...

নবজাতক সন্তান রেখে পালালো ভারসাম্যহীন মা, ঠাঁই হলো ইউএনও’র বুকে

সন্তান প্রসবের পর মায়ের বুকে ঠাঁই না হলেও ঠাঁই হয়েছে ইউএনওর বুকে। মঙ্গলবার (৩০ মে) এমন ঘটনা ঘটেছে চট্টগ্রামের আনোয়ারা উপজেলায়। জানা যায়, উপজেলার বন্দর কমিউনিটি ক্লিনিকে নবজাতককে ফেলে পালিয়েছেন মানসিক ভারসাম্যহীন মা। বর্তমানে শিশুটি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইশতিয়াক ইমনের তত্ত্বাবধানে রয়েছে।

মঙ্গলবার (৩০ মে) বিকালে হাসপাতালের নার্সরা শিশুটির মায়ের খোঁজ করে তাকে কোথাও খুঁজে পায়নি।

হাসপাতাল সূত্র জানায়, দুপুর আড়াইটার দিকে বৈরাগ ইউনিয়নের আজিজ সাহেবের মার্কেটের নিচে মানসিকভাবে অসুস্থ এক নারী সন্তান প্রসব করে। এরপর স্থানীয় দুই যুবক উদ্ধার করে বন্দর কমিউনিটি ক্লিনিকে নেওয়া হয় ওই নারীকে। সেখানে কর্মরত ডাক্তার ও নার্সের সহায়তায় নবজাতকটিকে প্রাথমিকভাবে পরিচর্চা করা হয়। বিকালে দিকে নার্সরা সন্তান প্রসবিনীকে খোঁজাখুঁজি করে কোথাও পাইনি।

আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইশতিয়াক ইমন জানান, ‘হাসপাতালের তত্ত্বাবধায়ক আমাকে বিষয়টি জানিয়েছেন। নবজাতককে আমার কাছে আনা হয়। নবজাতকটির পরিবারের সন্ধানের চেষ্টা চালিয়ে যাচ্ছি। শিশুটির মা বা তার পরিবারের কোন সদস্যের কেউ সন্ধান দিতে পারলে উপজেলা প্রশাসন বরাবর যোগাযোগ করতে বলা হয়েছে।

spot_img
spot_img

এই বিভাগের আরও পড়ুন

চট্টগ্রাম

সারাদেশ

বিশেষ-সংবাদ

বিনোদন