Google search engine
প্রচ্ছদবিনোদন‘ইউটিউব ক্রিয়েট’ নামের অ্যাপ আনছে ইউটিউব

‘ইউটিউব ক্রিয়েট’ নামের অ্যাপ আনছে ইউটিউব

এবার সহজে ভালো মানের ভিডিও তৈরির সুযোগ দিতে ভিডিও সম্পাদনার অ্যাপ আনছে ইউটিউব। ‘ইউটিউব ক্রিয়েট’ নামের অ্যাপটি ব্যবহার করে স্মার্টফোন থেকে সহজেই ভালো মানের ভিডিও তৈরি করা যাবে বলে জানিয়েছে ভিডিও দেখার জনপ্রিয় ওয়েবসাইটটি।

ইউটিউবের তথ্যমতে, ইউটিউব ক্রিয়েট অ্যাপটি ব্যবহার করে খুব সূক্ষ্মভাবে ভিডিও সম্পাদনার পাশাপাশি ভিডিওতে স্বয়ংক্রিয়ভাবে ক্যাপশন যুক্ত এবং ভয়েস ওভার দেওয়া যাবে। অ্যাপটিতে ফিল্টার ও ইফেক্টস লাইব্রেরি থাকায় নির্মাতারা সহজেই ভিডিওতে বিভিন্ন ধরনের ইফেক্ট ও ফিল্টার ব্যবহার করতে পারবেন।

নিজেদের তৈরি ভিডিওতে অন্যের মেধাস্বত্ব করা গান ব্যবহার করে বিপদে পড়েন অনেকেই। এ সমস্যার করতে ইউটিউব ক্রিয়েট অ্যাপটিতে বিভিন্ন শিল্পীর বেশ কিছু মেধাস্বত্বহীন গানও যুক্ত করা হয়েছে। ফলে নির্মাতারা সহজেই ভিডিওতে মেধাস্বত্বহীন গান ব্যবহার করতে পারবেন।

গুগল জানিয়েছে, অ্যানড্রয়েড অপারেটিং সিস্টেমের জন্য তৈরি অ্যাপটি বিনা মূল্যে ব্যবহার করা যাবে। প্রাথমিকভাবে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানি, ফ্রান্স, ইন্দোনেশিয়া, ভারত, কোরিয়া ও সিঙ্গাপুরে বসবাসকারী নির্দিষ্টসংখ্যক বেটা সংস্করণ ব্যবহারকারী অ্যাপটি পরখ করার সুযোগ পাচ্ছেন।

শিগগিরই অ্যাপটি সবার জন্য উন্মুক্ত করা হবে। আগামী বছর আইওএস অপারেটিং সিস্টেম ব্যবহারকারীরাও অ্যাপটি ব্যবহার করতে পারবেন।

spot_img
spot_img

এই বিভাগের আরও পড়ুন

চট্টগ্রাম

সারাদেশ

বিশেষ-সংবাদ

বিনোদন