Google search engine
প্রচ্ছদখেলাধুলাকন্যা সন্তানের জনক হলেন মুশফিক

কন্যা সন্তানের জনক হলেন মুশফিক

স্ত্রী সন্তান সম্ভবা, এ কারণে এশিয়া কাপের মাঝপথেই দেশে ফিরে এসেছেন মুশফিকুর রহিম। তখনই জানানো হয়েছিলো, কী কারণে তিনি দেশে ফিরবেন। সে অনুযায়ী, শনিবার শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ খেলে রোববার সকালেই ঢাকায় ফিরে আসেন তিনি।

ঢাকায় আসার একদিন পরই সুসংবাদ শোনালেন মুশফিক। কন্যা সন্তানের জন্ম দিয়েছেন মুশফিকের স্ত্রী জান্নাতুল কিফায়াত মন্ডি। আজ এক ফেসবুকে পোস্ট করা এক বার্তায় এ সংবাদ নিজেই জানিয়েছেন মুশফিক।

দুপুর ১২টার দিকে পোস্ট করা এই বার্তায় মুশফিক লেখেন, ‘আসসালামু আলাইকুম সবাইকে… আলহামদুলিল্লাহ সর্বশক্তিমান আল্লাহ আমাদের একটি কন্যা সন্তান দান করেন…, মা এবং শিশু- দু’জনই পর্যবেক্ষণে রয়েছে.. সবাই আমাদের জন্য দোয়া করবেন।’

আগামী ১৫ সেপ্টেম্বর ভারতের বিপক্ষে পরের ম্যাচ খেলবে বাংলাদেশ। এই বিরতিতে দেশে ঘুরে যাচ্ছেন মুশফিক। ১৩ সেপ্টেম্বর দলের সঙ্গে যোগ দেওয়ার কথা রয়েছে তার।

spot_img
spot_img

এই বিভাগের আরও পড়ুন

চট্টগ্রাম

সারাদেশ

বিশেষ-সংবাদ

বিনোদন