কক্সবাজারের উখিয়ায় রাস্তা পারাপারের সময় সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় রশিদা বেগম (৫৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে। রশিদা বেগম উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-৯ ব্লক সি এর কায়সারের স্ত্রী।
১১ সেপ্টেম্বর, সোমবার বেলা ১১টার দিকে কক্সবাজার-টেকনাফ মহাসড়কে বালুখালী টিভি সেন্টারের সামনে এ দুর্ঘটনা ঘটে।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) শেখ মোহাম্মদ আলী বিষয়টি নিশ্চিত করেন।
ওসি শেখ মোহাম্মদ আলী বলেন, সোমবার বেলা ১১টার দিকে কক্সবাজার-টেকনাফ মহাসড়কের বালুখালী টিভি সেন্টারে রাস্তা পারাপারের সময় সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় এক রোহিঙ্গা নারী গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে কুতুপালং এমএসএফ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ওসি আরও বলেন, মরদেহ বর্তমানে কুতুপালং এমএসএফ হাসপাতালে রয়েছে। মরদেহের সুরতহালের রিপোর্ট তৈরির পর আইনি ব্যবস্থা নেওয়া হবে।