আফগানিস্তানের বিপক্ষে ওপেনিংয়ে নেমে সেঞ্চুরি করা মেহেদী হাসান মিরাজ পাকিস্তানের বিপক্ষে ব্যর্থ মিরাজ। রানের খাতা খোলার আগেই নাসিম শাহের বলে ফখর জামানের হাতে ক্যাচ তোলেন মিরাজ। ফিরে যান সাজঘরে। আরেক ওপেনার নাইম শেখের সঙ্গে ব্যাট করছেন লিটন কুমার দাস।
০৬ সেপ্টেম্বর, বুধবার এশিয়া কাপের সুপার ফোরের প্রথম ম্যাচে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামে বাংলাদেশ। টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন টাইগার অধিনায়ক সাকিব আল হাসান। এক পরিবর্তনের মধ্যে দিয়ে একাদশ সাজিয়েছে বাংলাদেশ।
সুপার ফোরের খেলার আগেই বড় রকমের এক ধাক্কাই খেয়েছে বাংলাদেশ। হ্যামস্ট্রিং ইনজুরির কারণে মাঠের বাইরে চলে গিয়েছেন জাতীয় দলের নির্ভরযোগ্য ব্যাটার নাজমুল হোসেন শান্ত। তার জায়গায় একাদশে স্থান পেয়েছে লিটন কুমার দাস।বাংলাদেশের একাদশ : নাইম শেখ, লিটন কুমার দাস, সাকিব আল হাসান (অধিনায়ক), মেহেদী হাসান মিরাজ, তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, শামীম পাটোয়ারী, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ ও শরীফুল ইসলাম।
পাকিস্তান একাদশ : বাবর আজম (অধিনায়ক), শাদাব খান (সহঅধিনায়ক), ফখর জামান, ইমাম উল হক, সালমান আলী আগা, ইফতিখার আহমেদ, মোহাম্মদ রিজওয়ান (উইকেটকিপার), ফাহিম আশরাফ, নাসিম শাহ, শাহিন শাহ আফ্রিদি এবং হারিস রউফ।