পাঁচ বছর পর নির্মাতা সৃজিত মুখার্জির সিনেমায় অভিনয় করেছেন অভিনেত্রী জয়া আহসান। এর আগে সৃজিতের ‘রাজকাহিনী’ ও ‘এক যে ছিল রাজা’ সিনেমায় অভিনয় করেছিলেন জয়া।
০৬ সেপ্টেম্বর, বুধবার ‘দশম অবতার’ শিরোনামের সৃজিতের নতুন এ সিনেমাটির চারটি চরিত্রের লুক প্রকাশ পেয়েছে।
সেখানে মেরুন রঙের জ্যাকেট, খোলা চুলে কঠোর দৃষ্টিতে ধরা দিলেন জয়া আহসান। এতে সৃজিত মুখার্জির কপ ইউনিভার্সের প্রথমবারের মতো কোনো নারী পুলিশের চরিত্রে অভিনয় করেছেন জয়া।
সিনেমাটিতে জয়া আহসান ছাড়াও রয়েছেন প্রসেনজিৎ, অনির্বাণ ভট্টাচার্য, যীশু সেনগুপ্ত, পঙ্কজ ত্রিপাঠি, পার্বতী থিরুভোথু, দিলীপ শঙ্কর, পরেশ পাহুজা, বরুণ বুদ্ধদেব প্রমুখ। সিনেমার সংগীতের দায়িত্বে রয়েছেন অনুপম রায়, রূপম ইসলাম, ইন্দ্রদীপ দাশগুপ্ত। আসছে দুর্গাপূজায় সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে বলে জানিয়েছেন প্রযোজনা প্রতিষ্ঠান।