চট্টগ্রামে মো. ইসমাইল হোসেন বাতেন (৩১) নামে ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের কার্যনির্বাহী সদস্য।
তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগে হত্যা মামলা রয়েছে।
বৃহস্পতিবার (২১ নভেম্বর) ভোরে নগরের চান্দগাঁও থানা এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়।
চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতাব উদ্দিন বলেন, ‘গ্রেপ্তারকৃত ইসমাইল হোসেন বাতেন ফেনীর পরশুরাম উপজেলার আব্দুল মান্নানের ছেলে। বর্তমানে থাকেন চান্দগাঁও থানার পশ্চিম ফরিদাপাড়া এলাকায়। তার বিরুদ্ধে ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগে হত্যা মামলা রয়েছে।’