চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় দুজনকে কুপিয়ে হত্যা করা হয়েছে। নিহতরা হলেন- আলমগীর ও জাহাঙ্গীর।
মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার জাফতনগর ইউনিয়নে এ ঘটনা ঘটে। পারিবারিক ঝগড়ার জের ধরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে ধারণা পুলিশের।
ফটিকছড়ি থানার পরিদর্শক (তদন্ত) আবু জাফর বলেন, পারিবারিক অশান্তির জেরে এক ব্যক্তি তার স্ত্রীকে তালাকের সিদ্ধান্ত নিয়েছেন। এ নিয়ে তাদের পরিবারের সদস্য ও প্রতিবেশীদের কেউ কেউ ওই ব্যক্তির বিপক্ষে অবস্থান নেন। আজ (মঙ্গলবার) সন্ধ্যার দিকে একই বিষয় নিয়ে ঝগড়ার জেরে দুজনকে কুপিয়ে হত্যা করা হয়েছে।
এ ঘটনায় মামলাসহ আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।