Google search engine
প্রচ্ছদআন্তর্জাতিকযুক্তরাষ্ট্রে এক বছরে বন্দুক হামলার ঘটনায় মৃতের সংখ্যা বেড়েছে...

যুক্তরাষ্ট্রে এক বছরে বন্দুক হামলার ঘটনায় মৃতের সংখ্যা বেড়েছে ৫ গুণেরও বেশি

এক সময়ের স্বপ্নের দেশ আমেরিকা, ক্রমশ অসহিষ্ণু হয়ে উঠছে । দেশটিতে গত ছয় মাসে বন্দুক হামলার ঘটনায় মৃত্যুর নতুন রেকর্ড হয়েছে।

গেল ছয় মাসে আমেরিকায় বিভিন্ন প্রদেশে বন্দুক হামলায় যত মানুষ মারা গেছেন, দেশটির ইতিহাসে এর আগে ছয় মাসে কখনও এত মৃতের ঘটনা ঘটেনি।

২০২২ সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত আমেরিকা জুড়ে বন্দুক হামলায় মৃতের সংখ্যা ছিল ২৭। মাত্র এক বছরের মধ্যে সেই মৃতের সংখ্যা বেড়েছে ৫ গুণেরও বেশি।

সরকারি পরিসংখ্যান অনুযায়ী, ২০২৩ সালের জানুয়ারি থেকে জুন মাস পর্যন্ত আমেরিকার বিভিন্ন প্রদেশে মোট ৩৭৭টি বন্দুক হামলার ঘটনা ঘটেছে। সেসব ঘটনায় মারা গেছেন মোট ১৪০ জন।

চলতি বছরের ৪ জুলাই আমেরিকার স্বাধীনতা দিবসেও রাজধানী ওয়াশিংটন সহ বিভিন্ন শহরে বন্দুক হামলার ঘটনা ঘটেছে।

spot_img
spot_img

এই বিভাগের আরও পড়ুন

চট্টগ্রাম

সারাদেশ

বিশেষ-সংবাদ

বিনোদন