Google search engine
প্রচ্ছদখেলাধুলাজিম্বাবুয়ের সর্বোচ্চ রানের ইতিহাস, শন উইলিয়ামসের ১৭৪

জিম্বাবুয়ের সর্বোচ্চ রানের ইতিহাস, শন উইলিয়ামসের ১৭৪

আইসিসি বিশ্বকাপের বাছাইপর্বে টানা তিন ম্যাচে জয় পেয়েছে জিম্বাবুয়ে। ফলে সুপার সিক্সে ক্রেইগ আরভিনের দল। দীর্ঘ সময়ের টালমাটাল অবস্থা কাটিয়ে ক্রিকেটে ঘুরে দাঁড়াবার চেষ্টা করছে জিম্বাবুয়ে।

গ্রুপপর্বের শেষ ম্যাচে আজ যুক্তরাষ্ট্রের মুখোমুখি হয় জিম্বাবুয়ে। আগে ব্যাট করে শন উইলিয়ামসের বেটিং তাণ্ডবে যুক্তরাষ্ট্রের বিপক্ষে ৪০৮ রানের বিশাল সংগ্রহ গড়েছে জিম্বাবুয়ে। নিজেদের আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেটের সর্বোচ্চ রানও এটি।

এর আগে ২০০৯ সালে কেনিয়ার বিপক্ষে তাদের সর্বোচ্চ দলীয় সংগ্রহ ছিল ৩৫১ রান। তার আগে ২০০৩ সালে করেছিল সর্বোচ্চ ৩৪০ রান। আজ সব ছাপিয়ে তারা করে ৬ উইকেটে ৪০৮ রান।

টস হেরে আগে ব্যাটিং করতে নেমে উদ্বোধনী জুটিতে ৫৬ রান তোলে জিম্বাবুয়ে। ৩২ রান করে ইনোসেন্ট কাইয়া ফিরলে দ্বিতীয় উইকেটে ১৬০ রানের জুটি গড়ে শন উইলিয়ামস ও জয়লর্ড গাম্বি। দলীয় ২১৬ রানে উইলিয়ামসকে রেখে ৭৮ রানে ফিরে যান গাম্বি।

এরপর সিকান্দার রাজাকে নিয়ে আরেক বড় জুটি গড়েন উইলিয়ামস। এর মধ্যে ৬৫ বলে সেঞ্চুরি তোলেন উইলিয়ামস। তার সেঞ্চুরিটি সাজানো ছিল ১১ চার ও ৩ ছক্কার সৌজন্যে। দলীয় ৩০৪ রানে অর্ধশতক থেকে দুই রান দূরে থাকতেই সাজঘরে ফেরেন সিকান্দার। এতে উইলিয়ামসের সঙ্গে ভাঙে ৮৮ রানের জুটি।

চতুর্থ উইকেটে রায়ার্ন বার্লকে নিয়ে ৮১ রানের জুটি গড়েন উইলিয়ামস। দলীয় ৩৮৫ রানে বার্ল ফেরেন ৪৭ রানে। ৪৯তম ওভারে ১৭৪ রান নিয়ে আউট হন শন উইলিয়ামস। ১০১ বল স্থায়ী এই ইনিংসে ২১ চারের পাশাপাশি ৫ ছক্কা মেরেছেন উইলিয়ামস। জিম্বাবুয়ের হয়ে কোনো ক্রিকেটারের তৃতীয় সর্বোচ্চ সংগ্রহ এটি।

এর আগে বাংলাদেশের বিপক্ষে চালর্স কভেন্ট্রি ১৯৪ ও কেনিয়ার বিপক্ষে হ্যামিল্টন মাসাকাদজা করেছিলেন ১৭৮ রান। ৬ বলে ১৮ রানে অপরাজিত থাকেন মারুমানি। শেষ পর্যন্ত জিম্বাবুয়ের স্কোরে জমা হয় ৪০৮ রান যা ওয়ানডেতে ২৩ তম ৪০০ কিংবা এর বেশি রানের ইনিংস।

spot_img
spot_img

এই বিভাগের আরও পড়ুন

চট্টগ্রাম

সারাদেশ

বিশেষ-সংবাদ

বিনোদন