Google search engine
প্রচ্ছদবিশেষ সংবাদপ্রাকৃতিক বিপর্যয়ঃ থাইল্যান্ডের সমুদ্র সৈকত ছেয়ে গেছে মরা মাছে

প্রাকৃতিক বিপর্যয়ঃ থাইল্যান্ডের সমুদ্র সৈকত ছেয়ে গেছে মরা মাছে

থাইল্যান্ডের সমুদ্র সৈকতে হাজার হাজার মরা মাছ ভেসে উঠেছে। সমুদ্র উপকুলে বসবাসকারী মানুষজন এত মরা মাছ জীবনে দেখেনি। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম জানিয়েছে, থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলীয় চুম্ফোন প্রদেশের চার কিলোমিটার বিস্তীর্ণ সমুদ্র সৈকতে হাজার হাজার মরা মাছ ভেসে উঠেছে।

বিশেষজ্ঞরা জানিয়েছেন এই ঘটনার জন্য দায়ী বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তন। কাসেটসার্ট ইউনিভার্সিটির ডিপার্টমেন্ট অফ মেরিন সাইন্সের প্রধান থন থামরংনাওয়াসাওয়াত বলছেন, সমুদ্রে ‘প্ল্যাঙ্কটন ব্লুম’-এর কারণে এত বেশি মাছের মৃত্যু হয়েছে।

তিনি বলেন, প্ল্যাঙ্কটন ব্লুম হচ্ছে একটি প্রাকৃতিক ঘটনা, যার কারণে জলে অক্সিজেনের পরিমাণ কমে যায় এবং তার অভাবে মাছ মারা যেতে থাকে।
কোরাল ক্ষয় থেকে শুরু করে প্ল্যাঙ্কটন ব্লুমের মতো বেশ কিছু প্রাকৃতিক ঘটনা হাজার হাজার বছর থেকে লক্ষ বছরে প্রকৃতিগত-ভাবেই ঘটে থাকে।

স্থানীয় কর্তৃপক্ষের তথ্যানুযায়ী, প্ল্যাঙ্কটন ব্লুম বছরে দু-একবার ঘটে এবং সাধারণত দুই থেকে তিনদিন থাকে। এ বিষয়টি আরও বিচার-বিশ্লেষণ করে দেখার জন্য কর্মকর্তারা সমুদ্রের পানি সংগ্রহ করেছেন।

বিশ্বজুড়েই সমুদ্রের তাপমাত্রা নিয়ে উদ্বেগ বেড়েছে এবছর। ব্রিটিশ আবহাওয়া দপ্তরের হিসাব অনুযায়ী, সমুদ্রপৃষ্ঠের বৈশ্বিক তাপমাত্রা এপ্রিল এবং মে মাসে সর্বোচ্চ রেকর্ড গড়েছে। এল নিনো ও মানুষের সৃষ্টিকরা জলবায়ু পরিবর্তনের প্রভাবেই এমনটা হয়েছে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল।

spot_img
spot_img

এই বিভাগের আরও পড়ুন

চট্টগ্রাম

সারাদেশ

বিশেষ-সংবাদ

বিনোদন