চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানা এলাকায় কথা-কাটাকাটির জেরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে মো. সাজ্জাদ হোসেন (১৭) নামে এক কিশোর খুন হয়েছে। এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করেছে।
তারা হলেন- মোহাম্মদ ফরহাদ ওরফে ফারুক (১৮) ও মোহাম্মদ শামীম হোসেন (১৭)।
পুলিশ জানিয়েছে, শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) দিবাগত রাত ৯টার দিকে চান্দগাঁও থানার খাজা রোড এলাকার এনামের চায়ের দোকানের সামনে কথা-কাটাকাটির জেরে সাজ্জাদকে ছুরিকাঘাত করা হয়। পরে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে রাত পৌনে ৪টার দিকে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। ভুক্তভোগী সাজ্জাদ হোসেন চান্দগাঁও থানার খলিফা পাড়া এলাকায়। তার বাবার নাম আবু সিদ্দিক।
চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির বলেন, ভুক্তভোগীর মরদেহ ময়নাতদন্ত শেষে নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন। শনিবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে নগরের চান্দগাঁও থানার মৌলভীপাড়া বাহির সিগন্যাল এবং হামিদচর এলাকায় অভিযান পরিচালনা করে হত্যাকাণ্ডে জড়িত দুজনকে গ্রেপ্তার করা হয়। তাদেরকে সংশ্লিষ্ট মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হচ্ছে।