চট্টগ্রাম শিক্ষা বোর্ড কার্যালয় ঘেরাও, অনশনসহ কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দিয়েছেন মুক্তিযোদ্ধারা। এসময় বোর্ডের বর্তমান সচিবকে দুর্নীতিবাজ আখ্যায়িত করে তার বিরুদ্ধে তদন্তের দাবি জানান তারা।
রোববার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে বাংলাদেশের মুক্তি সংগ্রাম ও মুক্তিযুদ্ধ গবেষণা কেন্দ্র ট্রাস্ট চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ডা. মাহফুজুর রহমান এ ঘোষণা দেন।
বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ড. মুহাম্মদ ইদ্রিস আলী ও বোর্ডের সাবেক সচিব অধ্যাপক আব্দুল আলীমের বিরুদ্ধে মামলার প্রতিবাদে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে বাংলাদেশের মুক্তি সংগ্রাম ও মুক্তিযুদ্ধ গবেষণা কেন্দ্র ট্রাস্ট।
সংবাদ সম্মেলনে ডা. মাহফুজুর রহমান বলেন, বীর মুক্তিযোদ্ধা পরিবেশবিদ অধ্যাপক ড. মুহাম্মদ ইদ্রিস আলী ও শিক্ষাবিদ অধ্যাপক আব্দুল আলীমের বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালে মামলা করা হয়েছে। তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা করা ঠিক হয়নি। মিথ্যা মামলা প্রত্যাহার না করলে চট্টগ্রামের সর্বস্তরের নাগরিক সমাজকে সঙ্গে নিয়ে চট্টগ্রাম শিক্ষা বোর্ড কার্যালয় ঘেরাও, অনশনসহ কঠোর কর্মসূচি পালন করব।