চট্টগ্রামের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল সড়কের আনোয়ারা প্রান্তে ট্রাকের ধাক্কায় আনোয়ার পারভেজ (৪৩) নামে কেইপিজেডের এক নিরাপত্তাকর্মী নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও দুই নিরাপত্তাকর্মী।
মঙ্গলবার (৩০ জানুয়ারি) ভোর সাড়ে ৬টায় টানেল সড়কের আনোয়ারা প্রান্তে মোহাম্মদপুর এলাকায় এই ঘটনা ঘটে।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
আনোয়ার পারভেজ চট্টগ্রামের আনোয়ারা উপজেলার পরৈকোড়া ইউনিয়নের মাহাতা গ্রামের মৃত মোহাম্মদ ছৈয়দের ছেলে। তার সংসারে দুই ছেলে ও এক কন্যা সন্তান রয়েছে।
আহতরা হলেন— মোহাম্মদ বশর ও মোহাম্মদ আজিম।
ওসি সোহেল আহমেদ বলেন, নিহত এবং আহতরা কোরিয়ান ইপিজেডে নিরাপত্তাকর্মী হিসেবে কর্মরত। সকালে তারা বাইসাইকেল চালিয়ে কর্মস্থলে যাচ্ছিলেন। এর মধ্যে পেছন থেকে দ্রুতবেগে ছুটে আসা একটি ট্রাক তিন বাইসাইকেল আরোহীকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান আনোয়ার পারভেজ। আহত অপর দুই জনকে উদ্ধার করে প্রথমে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘাতক চালক ট্রাক নিয়ে পালিয়ে গেছে। নিহতের লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ মর্গে পাঠানো হবে। এ ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
এদিকে, বাবার মৃত্যুর খবর পেয়ে সকাল ৯টার দিকে মাদরাসা পড়ুয়া ১০ বছর বয়সী আবু সায়েম টানেল সড়কে ঘটনাস্থলে ছুটে এসে আহাজারি করতে থাকে। আবু সায়েম কেঁদে কেঁদে তার চাচা আনোয়ার সাদেককে বলছিল, আমার আব্বুর কিচ্ছু হয়নি। তোমরা আমার আব্বুকে রাস্তা থেকে তুলে হাসপাতালে নিয়ে চলো।
নিহতের ছোট ভাই আনোয়ার সাদেক বলেন, আমার ভাইয়ের তিনটি ছোট ছোট সন্তানদের কী সান্ত্বনা দিব আমরা। আমাদের তো সব শেষ হয়ে গেল।