Google search engine
প্রচ্ছদআন্তর্জাতিকধোঁয়ামুক্ত হবে নিউ ইয়র্ক!

ধোঁয়ামুক্ত হবে নিউ ইয়র্ক!

কানাডীয় দাবানল আর বজ্রঝড়ে শুক্র ও শনিবারটা ভালো যায়নি নিউ ইয়র্কের। তবে দমকা বাতাসে আজ রবিবার ফাদারস ডে ও আগামীকাল সোমবার জুনটিনথে (দাসত্ব করা আফ্রিকান আমেরিকানদের মুক্তির স্মরণে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি ফেডারেল ছুটির দিন) পরিষ্কার হয়ে যাবে নগরীর আকাশ।

একুওয়েদার সপ্তাহান্তে দাবানলে সৃষ্ট ধোঁয়ার গতি-প্রকৃতি পর্যবেক্ষণ করছে। গেলো সপ্তাহ জুড়েই নিউ ইয়র্কের আকাশ ছিলো দাবানলের কমলা রঙের ধোঁয়ায় আচ্ছন্ন। তবে পূর্বাভাসগুলোতে ভরসা রাখতে পারছে না খোদ একুওয়েদারই। তারা বলছে দিনের পূর্বাভাস দিনেই ভিন্ন হয়ে যেতে পারে।

এদিকে নিউ ইয়র্কে শুক্রবার ও শনিবার ধরে বইছে ঝড়ো হাওয়া। এতে ধোঁয়া উড়িয়ে নিয়ে যেতে পারে উপ-সাগরের দিকে। আর তা যদি হয় তাহলে রবিবার নাগাদ পরিস্কার হতে শুরু করবে নিউ ইয়র্কের আকাশ।

গভর্নর ক্যাথি হোকুল বলেছেন, “তার কার্যালয় ও নিউ ইয়র্কের স্বাস্থ্য ও পরিবেশ সংরক্ষণ দপ্তরগুলো নগরের বাতাসের মানের দিকটি গভীরভাবে পর্যবেক্ষণ করছে”।

তিনি বলেন, “এদিকে আমরা বাতাসের মানের ওপর নজর রাখছি, ওদিকে আমাদের সাহসী দমকল কর্মীরা কেবেকে আগুন নেভানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন”। তবে শুক্রবারেও কানাডীয় দাবানলে সৃষ্ট ধোঁয়া নিউ ইয়র্কের বাতাসের মানে প্রভাব ফেলে।

গত সপ্তাহে যেমনটা ছিলো তার চেয়ে বাতাসের মান এখন অনেকটাই ভালো জানিয়ে গভর্নর বলেন, “আমি নিউ ইয়র্কারদের বলবো, এ সংক্রান্ত সর্বশেষ তথ্য জেনে তারা যেনো নিজেদের সুরক্ষা নিজেরাই নিতে পারেন”।

তবে ঝড়ো আবহাওয়ায় শিলাবৃষ্টি ও ভারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকলেও তাতে বাতাসের পক্ষে ধোঁয়াগুলো উড়িয়ে নেওয়া ততটা সম্ভব হবে না মনে করছে একুওয়েদার।

spot_img
spot_img

এই বিভাগের আরও পড়ুন

চট্টগ্রাম

সারাদেশ

বিশেষ-সংবাদ

বিনোদন