চট্টগ্রামে মো. নরুল আমিন নামে ৪ মামলায় সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২৪ জানুয়ারি) নগরীর বায়েজিদ বোস্তামী থানাধীন রুবি গেট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার নরুল আমিন নগরীর কোতোয়ালি থানাধীন আন্দরকিল্লা এলাকার আহম্মদ কবিরর ছেলে। আন্দরকিল্লা এলাকায় তার ফ্যাশন ওয়ার্ল্ড নামে একটি প্রতিষ্ঠান রয়েছে।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম ওবায়দুল হক বলেন, ৪টি সিআর মামলার আসামি নরুল আমিন দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। বুধবার গোপন সংবাদের ভিত্তিতে নগরীর রুবি গেট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। সাজা পরোয়ানামূলে তাকে আদালতে পাঠানো হয়েছে।