Google search engine
প্রচ্ছদআন্তর্জাতিকমায়ানমারের সামরিক জান্তা ২০ মাসে ৬ হাজার মানুষকে হত্যা...

মায়ানমারের সামরিক জান্তা ২০ মাসে ৬ হাজার মানুষকে হত্যা করেছে

মায়ানমারে ২০২১ সালের ফেব্রুয়ারিতে সামরিক অভ্যুত্থানের পর থেকে গত বছরের সেপ্টেম্বর পর্যন্ত ছয় হাজার বেসামরিক মানুষকে হত্যা করা হয়েছে।
এ তথ্য দিয়েছে নরওয়ের অসলোভিত্তিক পিস রিসার্চ ইনস্টিটিউট।

ওই সামরিক অভ্যুত্থানের মধ্য দিয়ে স্টেট কাউন্সেলর অং সান সু চিকে ক্ষমতাচ্যুত করা হয়। ক্ষমতায় আসে সামরিক জান্তা সরকার। এর প্রধান হন মিন অং হ্লাইং। এর পর থেকে বিক্ষোভ দমনে ব্যাপক ধরপাকড় চালায় সামরিক বাহিনী। একই সঙ্গে সামরিক আদালতে দেশটির গণতন্ত্রপন্থীদের বিচারও শুরু হয়। সেখানকার পরিস্থিতি তুলে ধরে গত মঙ্গলবার একটি প্রতিবেদন প্রকাশ করে পিস রিসার্চ ইনস্টিটিউট।

প্রতিবেদকদের একজন স্টেইন টনেসন এক বিবৃতিতে বলেন, ‘আমাদের হালনাগাদ তথ্য থেকে এটা জানা যাচ্ছে, মায়ানমারে সংঘর্ষে নিহতের যে সংখ্যা আগে জানা গিয়েছিল, প্রকৃত সংখ্যা তার চেয়ে বেশি। এই হিংসার মূল হোতা জান্তা সরকার। এ ছাড়া জান্তাবিরোধীরাও এসব হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত।’

প্রতিবেদনে বলা হয়েছে, ২০২১ সালের ১ ফেব্রুয়ারি থেকে ২০২২ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ৬ হাজার ৩৩৭ জন সাধারণ নাগরিক নিহত হয়েছেন। আহত হয়েছেন ২ হাজার ৬১৪ জন।

এতে আরও বলা হয়েছে, ২০২১ সালের ১ ফেব্রুয়ারির পর থেকে সেনাবাহিনী, মিলিশিয়া ও পুলিশের হাতে ৩ হাজার ৩ জন মারা গেছেন। আর জান্তাবিরোধী সশস্ত্র গোষ্ঠীর হাতে মারা গেছেন ২ হাজার ১৫২ জন। এ ছাড়া আরও এক হাজারের বেশি মানুষকে কারা হত্যা করেছে, তা জানা যায়নি।

spot_img
spot_img

এই বিভাগের আরও পড়ুন

চট্টগ্রাম

সারাদেশ

বিশেষ-সংবাদ

বিনোদন