Google search engine
প্রচ্ছদজাতীয়ডেঙ্গুতে প্রাণ গেল আরও দুইজনের, হাসপাতালে ২৩

ডেঙ্গুতে প্রাণ গেল আরও দুইজনের, হাসপাতালে ২৩

গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এসময় ডেঙ্গু আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে আরও ২৩ জন ভর্তি হয়েছেন।

বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারা দেশে ২৩ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকাতে তিনজন এবং সারা দেশে (ঢাকা সিটি ব্যতীত) ২০ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

গত ২৪ ঘণ্টায় সারা দেশে মোট ৫২ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এর মধ্যে ঢাকায় বিভিন্ন হাসপাতাল থেকে ২৩ জন এবং সারা দেশে (ঢাকায় ব্যতীত) বিভিন্ন হাসপাতালে থেকে ২৯ জন ছাড়পত্র পেয়েছেন।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত দুইজনের একজন ঢাকা সিটিতে এবং একজন ঢাকার বাইরে মারা যান। সব মিলিয়ে এ বছরের প্রথম ১৭ দিনে হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৫৬ জন, যাদের মধ্যে ১০ জনের মৃত্যু হয়েছে।

বুধবার সকালে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন ১৬৫ জন ডেঙ্গু রোগী। তাদের মধ্যে ৭১ জন ঢাকায় এবং ৯৪ জন ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন।

গত বছর মশাবাহিত রোগটিতে আক্রান্ত হন ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন, যাদের মধ্যে ১৭০৫ জনের মৃত্যু হয়।

spot_img
spot_img

এই বিভাগের আরও পড়ুন

চট্টগ্রাম

সারাদেশ

বিশেষ-সংবাদ

বিনোদন