Google search engine
প্রচ্ছদচট্টগ্রামএমপি মহিউদ্দিন বাচ্চুর বিরুদ্ধে ইসির মামলা

এমপি মহিউদ্দিন বাচ্চুর বিরুদ্ধে ইসির মামলা

চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য মহিউদ্দিন বাচ্চুর বিরুদ্ধে জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী থাকাকালিন এলাকায় অর্থ বিতরণের অভিযোগে মামলা করেছে নির্বাচন কমিশন (ইসি)।

মঙ্গলবার (১৬ জানুয়ারি) দুপুরে চট্টগ্রাম মহানগর হাকিম আদালত-৪ এ ডবলমুরিং থানা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মোস্তফা কামাল এই মামলা করেন।

বিচারক মো. সালাউদ্দিন মামলাটি আমলে নিয়ে আগামী ১৫ ফেব্রুয়ারি অভিযুক্তকে আদালতে হাজিরের আদেশ দিয়েছেন।

নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, গত ২২ ডিসেম্বর মহিউদ্দিন বাচ্চু তার নির্বাচনী এলাকার সব মসজিদের ইমাম ও মুয়াজ্জিনদের এক হাজার টাকা করে দেন। এছাড়া হালিশহরের মাদানি মসজিদে এক লাখ টাকার চেক দেন। ২৪ ডিসেম্বর লালখানবাজারে সব মসজিদের ইমাম-মুয়াজ্জিনদের ৬০ হাজার টাকা করে সরকারি অনুদানের চেক বিতরণ করেন।

এ বিষয়ে ২৪ ডিসেম্বর ওই আসনের স্বতন্ত্র প্রার্থী মনজুর আলম কমিশনে অভিযোগ করেন। ২৮ ডিসেম্বর মহিউদ্দিন বাচ্চু প্রতিনিধির মাধ্যমে অভিযোগের জবাব দেন। ৪ জানুয়ারি মহিউদ্দিন বাচ্চুর বিরুদ্ধে মামলা করার নির্দেশনা দেয় নির্বাচন কমিশন।

spot_img
spot_img

এই বিভাগের আরও পড়ুন

চট্টগ্রাম

সারাদেশ

বিশেষ-সংবাদ

বিনোদন