Google search engine
প্রচ্ছদচট্টগ্রামশাহ আমানতে ৪ কোটি টাকার গহনা উদ্ধার

শাহ আমানতে ৪ কোটি টাকার গহনা উদ্ধার

দুবাইর সারজাহ থেকে চট্টগ্রামে আসা বিমান বাংলাদেশের (বিজি-১৫২) ফ্লাইটে তল্লাশি চালিয়ে সাড়ে ৪ কেজি সোনার গহনা উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা। যর আনুমানিক দাম ৪ কোটি টাকা বলে জানানো হয়েছে। তবে কে বা কারা এসব গহনা এনেছে সে বিষয়ে কোনো কিছুই জানাতে পারেনি শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর। তারা জানিয়েছেন এসব গহনা কে বা কারা এনেছে সেটা তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

১৩ জানুয়ারি শনিবার সকাল ৮ টার দিকে বিমান বাংলাদেশের ফ্লাইটটি চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

উদ্ধারকৃত সোনার মধ্যে ৬৯টি চুড়ি, ১১টি চেইন, ৩টি লকেট ও ২টি রিং রয়েছে।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর জানায়, উদ্ধারকৃত সাড়ে চার কেজি গহনাগুলো অভিনব কায়দার বিমানের আসনের লাইফ জ্যাকেটের মধ্যে লুকানো ছিল।
জব্দ সোনার গহনার ওজন সাড়ে ৪ কেজি এবং দাম প্রায় ৩ কোটি ৮৫ লাখ ৯৩ হাজার টাকা। বাংলাদেশ জুয়েলারি সমিতির স্বর্ণকার পরীক্ষা করে সেগুলো ২৪ ক্যারেটের সোনা বলে জানিয়েছেন।

spot_img
spot_img

এই বিভাগের আরও পড়ুন

চট্টগ্রাম

সারাদেশ

বিশেষ-সংবাদ

বিনোদন