রাজধানীর কারওয়ান বাজার রেললাইনসংলগ্ন মোল্লাবাড়ি বস্তিতে আগুন লাগার ঘটনায় দুইজনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। মরদেহ দুটি তেজগাঁও শিল্পাঞ্চল থানায় রয়েছে। এ ঘটনায় দুইজন দগ্ধ হয়েছেন। মধ্যরাতে লাগা আগুনে ওই বস্তির তিনশ ঘরের বেশিরভাগই পুড়ে গেছে।
শুক্রবার মধ্যরাতে মোল্লাবাড়ি বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। দগ্ধদের মধ্যে নাজমা বেগম নামের এক নারীর দেহের ২৪ শতাংশ পুড়ে গেছে। দগ্ধ নাজমা বেগম নারায়ণগঞ্জ আড়াই হাজার থানার দাসপাড়া ফকির বাড়ি গ্রামের ওমর ফারুকের স্ত্রী।
নিহতদের মধ্যে একজন শারমিন। অপর জন তাঁর ছেলে বলে জানা গেছে।
দগ্ধরা হলেন- নাজমা বেগম (২৫)ও তার শিশু সন্তান নজরুল ইসলাম (৪)। তাদের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
শুক্রবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে তাঁদের দগ্ধ অবস্থায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে আসা হয়।
ফায়ার সার্ভিস হেড অফিসের ডিউটি অফিসার এরশাদ হোসেন জানান, ওই বস্তিতে প্রায় ৩০০ ঘরের অধিকাংশই পুড়ে গেছে। আগুন লাগার কারণ সম্পর্কে এখনই কিছু বলা যাচ্ছে না।
হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. তরিকুল ইসলাম জানান, নাজমা বেগম ২৪ শতাংশ দগ্ধ ও তাঁর ছেলে ধোঁয়ায় অসুস্থ অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। বর্তমানে তাদের জরুরি বিভাগের অবজারভেশনে রাখা হয়েছে।
ফায়ার সার্ভিস হেড অফিসের ডিউটি অফিসার এরশাদ হোসেন জানান, তেজগাঁওয়ে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) পাশে মোল্লাবাড়ি বস্তিতে আগুন লাগার খবর আসে রাত ২টা ২৩ মিনিটে। পরে তেজগাঁও, মোহাম্মদপুর, সিদ্দিকবাজার ও মিরপুর ফায়ার স্টেশন থেকে ১৩ ইউনিটের কর্মীরা প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নেভাতে সক্ষম হন। এ ঘটনায় ঘটনাস্থল থেকে নারীরসহ দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ছাড়া দুইজনকে দগ্ধ অবস্থায় হাসপাতালে পাঠানো হয়েছে।