Google search engine
প্রচ্ছদবিনোদনশাবনূরের প্রত্যাবর্তনে সঙ্গী হলেন বাবু

শাবনূরের প্রত্যাবর্তনে সঙ্গী হলেন বাবু

দেশের অন্যতম গুণী অভিনেতা ও কণ্ঠশিল্পী ফজলুর রহমান বাবু। শুরুটা মঞ্চ নাটক দিয়ে হলেও গত দুই দশক নাটক-চলচ্চিত্রে প্রশংসার সঙ্গে অভিনয় করে চলেছেন। অন্যদিকে একই সময়ের পর্দা কাঁপানো নায়িকা শাবনূর। মাঝে লম্বা বিরতিতে গেলেও ফিরছেন আবারও। সেই ঘোষণাও হলো সম্প্রতি।

নতুন খবর, ‘রঙ্গনা’ নামের আলোচিত এই ছবিতে শাবনূরের সঙ্গী হওয়ার সম্মতি দিলেন ফজলুর রহমান বাবু। নিশ্চিত করলেন নির্মাতা আরাফাত হোসাইন।

শাবনূরের প্রত্যাবর্তন সিনেমার সঙ্গী হয়ে ফজলুর রহমান বাবু বলেন, ‘একটি সিনেমার গল্প পড়েই তার ভবিষ্যৎ জানতে পারি। সেই জায়গা থেকে এই গল্পটা পড়ে মনে হয়েছে কাজটি করা যায়। পরিচালক নতুন বা পুরনো সেটা দেখি না, তার প্রস্তুতি ও গল্প দেখি। এতে যুক্ত হয়েছেন শাবনূরের মতো অভিনেত্রীও। সব কিছু মিলে যাওয়ায় এই সিনেমাতে যুক্ত হয়েছি। আমি তরুণদের সঙ্গে কাজ করতে পছন্দ করি। আশা করছি, সিনেমাটি সব শ্রেণির মানুষের পছন্দ হবে।’

অনেক আগেই সিনেমাটির সঙ্গে যুক্ত হয়েছেন শাবনূর। এখন নিচ্ছেন শুটিংয়ে নামার প্রস্তুতি। সবকিছু ঠিক থাকলে আসছে ফেব্রুয়ারির শেষের দিকে শুরু হবে এর নির্মাণকাজ। মুক্তির লক্ষ্য ঈদ উৎসব।

সিনেমাটিতে শাবনূরের নায়ক কে হচ্ছেন তা নিয়ে নায়িকা বা পরিচালকের কেউই কোনও আভাস দেননি এখনও। তবে শিগগিরই ঘোষণা করবেন বলে জানান নির্মাতা আরাফাত।

‘রঙ্গনা’ সিনেমায় তিনটি গান থাকছে। গানগুলো লিখেছেন কবির বকুল। সুর-কণ্ঠে থাকছেন ইমরান মাহমুদুল। সিনেমাটির কাহিনি লিখেছেন নির্মাতা নিজেই। চিত্রনাট্য ও সংলাপ করেছেন তন্ময় মুক্তাদির।

spot_img
spot_img

এই বিভাগের আরও পড়ুন

চট্টগ্রাম

সারাদেশ

বিশেষ-সংবাদ

বিনোদন