পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে খেলতে পারছেন না নিউজিল্যান্ডের স্পিনার মিচেল স্যান্টনার। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে একাদশ থেকে ছিটকে গেছেন তিনি।
নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড (এনজেডসি) জানিয়েছে, করোনা টেস্টের ফলাফল পজিটিভ হওয়ার কারণে রুম হোটেলে আইসোলেশনে আছেন স্যান্টনার। দলের সঙ্গে মাঠে যাননি তিনি। সামনের দিনগুলোতে স্যান্টনারের অবস্থা পর্যবেক্ষণ করা হবে। আগামী রোববার হ্যামিল্টনে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে মাঠে নামবে নিউজিল্যান্ড। অকল্যান্ড থেকে স্যান্টনার একাই সেখানে ভ্রমণ করবেন।
প্রথমবারের মতো শাহিন শাহ আফ্রিদির নেতৃত্বে খেলতে যাওয়া এই ম্যাচে জুটি ভেঙেছে পাকিস্তানের ব্যাটার বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ানের। বাবরকে ওপেনিং থেকে সরিয়ে ৩ নম্বরে ব্যাট করানো হবে। রিজওয়ানের সঙ্গে ম্যাচ ওপেন করবেন সাইম আইয়ুব।
এছাড়া এই ম্যাচে পাকিস্তান একাদশে দুই ক্রিকেটারের অভিষেক হয়েছে। তারা হলেন- লেগস্পিনার উসামা মির ও ফাস্ট বোলার আব্বাস আফ্রিদি।