Google search engine
প্রচ্ছদচট্টগ্রামচকরিয়ায় পিকনিক বাস-পিকআপ মুখোমুখি সংঘর্ষে ৪ জন নিহত

চকরিয়ায় পিকনিক বাস-পিকআপ মুখোমুখি সংঘর্ষে ৪ জন নিহত

কক্সবাজারের চকরিয়ায় পিকনিক বাসের সঙ্গে পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ৪ জন নিহত হয়েছে।

আজ বৃহস্পতিবার সকাল ৮টার দিকে কক্সবাজার চট্টগ্রাম মহাসড়কের উত্তর হারবাং জাইল্লার ঢালা এলাকায় ঘটনা ঘটে।

নিহতরা হলেন ওই এলাকার মোহাম্মদ রিদোয়ান (৩৪), মঈন উদ্দিন (৪৪) আবু বক্কর (৩০) ও জয়নাল (৩৪)। নিহতরা সবাই শ্রমিক।

ঘটনার সত্যতা নিশ্চিত করে চকরিয়া হাইওয়ে থানার ওসি মাহবুবুল হক জানান, আজ বৃহস্পতিবার সকাল ৮টার দিকে
কক্সবাজারে আনন্দ ভ্রমণে আসা জাকির ট্রাভেল (ঢাকা মেট্রো-ব-১৩-১৩১৫) ও চট্টগ্রামমুখী পিকআপ (চট্টমেট্রো-ন-১১-১৭৮৯) হারবাং এলাকায় পৌঁছালে মুখোমুখি সংঘর্ষ হয়।

এ ঘটনায় চারজন নিহত হয়েছে এবং আহত হয়েছে অন্তত ১০ জন। আহতদের চকরিয়া উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তাদের পরিচয় নিশ্চিত করা যায়নি।

পুলিশ ঘটনাস্থলে দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি জব্দ করেছে। এব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিচ্ছে পুলিশ।

spot_img
spot_img

এই বিভাগের আরও পড়ুন

চট্টগ্রাম

সারাদেশ

বিশেষ-সংবাদ

বিনোদন