Google search engine
প্রচ্ছদজাতীয়বেনাপোলে ট্রান্সপোর্ট অফিসে বিস্ফোরণ

বেনাপোলে ট্রান্সপোর্ট অফিসে বিস্ফোরণ

বেনাপোল বন্দর সংলগ্ন ছোঁটআচড়া মোড়ের একটি মার্কেট ভবনের তালাবদ্ধ দোকানের ভেতরে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ বিস্ফোরণের ঘটনায় দোকানের শার্টার ও দেওয়াল ভেঙ্গে পড়েছে। ভোর রাতে নিউ আলিফ ট্রান্সপোর্টে এই বিষ্ফোরণের ঘটনা ঘটে।

পুলিশ ধারণা করছে, ককটেল বিষ্ফোরণের ফলে এই দূর্ঘটনা ঘটেছে। ঘটনাস্থল থেকে বিস্ফোরিত ককটেলের ভেতরে থাকা লোহার টুকরা ও জালের কাঠিসহ অন্যান্য আলামত উদ্ধার করা হয়েছে।

বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) কামাল হোসেন ভুঁইয়া বলেন, লিটন নামে এক ব্যক্তি ঘরটি ভাড়া নিয়ে ট্রান্সপোর্ট ব্যবসা করতেন। সেখানে ট্রান্সপোর্ট ব্যাবসার পাশাপাশি শোলার ব্যবসাও করতেন তিনি। ঘটনার পর তিনি গা-ঢাকা দিয়েছেন। তবে তাকে আটকের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, বিস্ফোরণে ওই ঘরটিতে আগুন ধরে যায়। প্রায় ৪০ মিনিট চেষ্টা চালিয়ে তারা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। বিস্ফোরণ হওয়া দোকানটি নিউ আলিফ ট্রান্সপোর্ট নামে একটি প্রতিষ্ঠানের কার্যালয়।

মার্কেট ভবনের মালিক হাবিবুর রহমান ও স্থানীয় বাসিন্দা আজিজুর রহমান জানান, “হটাৎ বিকট শব্দে ঘুম ভেঙ্গে যায়। বাইরে বেরিয়ে দেখি আলিফ ট্রান্সপোর্টের ওই ঘরে আগুন জ্বলছে”। পরে তারা ফারার সার্ভিসে খবর দেন।

spot_img
spot_img

এই বিভাগের আরও পড়ুন

চট্টগ্রাম

সারাদেশ

বিশেষ-সংবাদ

বিনোদন