Google search engine
প্রচ্ছদচট্টগ্রামসোনা চোরাচালান: চট্টগ্রামে একজনের ১২ বছরের কারাদণ্ড

সোনা চোরাচালান: চট্টগ্রামে একজনের ১২ বছরের কারাদণ্ড

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৫ কোটি ৭৬ লাখ টাকার সোনার বার উদ্ধারের মামলায় এক যাত্রীকে ১২ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। ওই যাত্রীর নাম দিদারুল আলম। আজ বুধবার চট্টগ্রাম মহানগর দায়রা জজ জেবুননেসা বেগম এই রায় দেন।

চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি মো. আবদুর রশিদ বলেন, সোনা চোরাচালানের মামলায় আদালত আসামি দিদারুলকে ১২ বছরের সশ্রম কারাদণ্ড, ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। পরে তাকে কারাগারে পাঠানো হয়।

আদালত সূত্র জানায়, ২০১৯ সালের ৯ এপ্রিল ওমানের মাসকাট থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট আসে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে। গোপন তথ্যের ভিত্তিতে খবর পেয়ে ওই ফ্লাইটের যাত্রী দিদারুলের কাছ থেকে ৯৬টি সোনার বার (১১ কেজি ১৯৭ গ্রাম) উদ্ধার করেন বিমানবন্দর কাস্টমসের কর্মকর্তারা।

এ ঘটনায় চট্টগ্রাম নগরের পতেঙ্গা থানায় বিশেষ ক্ষমতা আইনে করা মামলায় তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশ। ১১ জন সাক্ষীর সাক্ষ্য শেষে আদালত এই রায় দেন।

spot_img
spot_img

এই বিভাগের আরও পড়ুন

চট্টগ্রাম

সারাদেশ

বিশেষ-সংবাদ

বিনোদন