পাকিস্তানের বিপক্ষে সিডনি টেস্ট দিয়ে দীর্ঘ পরিসরের ক্রিকেটকে বিদায় বলার ঘোষণা আগেই দিয়ে রেখেছিলেন ডেভিড ওয়ার্নার। তাই এটি হতে যাচ্ছে তার বিদায়ী সিরিজ। ক্যারিয়ারের শেষ টেস্ট সিরিজের প্রথম ম্যাচে ব্যাট হাতে আলো ছড়ালেন তিনি। পার্থে করলেন দারুণ এক সেঞ্চুরি।
ইনিংসের শুরু থেকেই আজ আগ্রাসী মেজাজে খেলছেন ওয়ার্নার। ফিফটি স্পর্শ করে নেন তিনি প্রথম সেশনে, ৪১ বলে। দ্বিতীয় সেশনে দল দুই উইকেট হারালে কিছুটা ধীরেসুস্থে এগোন বাঁহাতি এই ওপেনার। সেঞ্চুরিতে পা রাখেন ১২৫ বলে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১১১ রানে অপরাজিত ছিলেন তিনি। তার ইনিংসটি গড়া ছিল ১ ছক্কা ও ১৫ চারে।
টেস্টে এক বছর পর সেঞ্চুরির দেখা পেলেন ওয়ার্নার। এই সংস্করণে এটি তার ২৬তম সেঞ্চুরি। লাল বলে তার ব্যাটে রান না থাকা নিয়ে আলোচনা-সমালোচনা কম হয়নি। এমনকি এই সিরিজে তাকে খেলানো নিয়েও ওঠে প্রশ্ন। সব কিছুর জবাব দিলেন ওয়ার্নার ব্যাট হাতে।
ওয়ার্নারের সেঞ্চুরির দিনে ভালো শুরু পেয়েছিলেন উসমান খাওয়াজা। কিন্তু ইনিংস বড় করতে পারেননি তিনি। ৬ চারে ফেরেন ৪১ রান করে, শাহিন শাহ আফ্রিদির বলে কট বিহাইন্ড হয়ে। মারনাস লাবুশেনকে (১৬) বেশিক্ষণ টিকতে দেননি ফাহিম আশরাফ।
ওয়ার্নারের সঙ্গে অবিচ্ছিন্ন ৫১ রানের জুটিতে ২১ রান নিয়ে অপরাজিত আছেন স্টিভেন স্মিথ। তাদের প্রতিরোধে দ্বিতীয় সেশনে আর কোনো উইকেট হারায়নি অস্ট্রেলিয়া। ২ উইকেটে ২১০ রান নিয়ে চা বিরতিতে গেছে স্বাগতিকরা।