Google search engine
প্রচ্ছদআন্তর্জাতিকসৌদি আরবের উৎপাদন কমানোর ঘোষণার পর বেড়েছে তেলের দাম

সৌদি আরবের উৎপাদন কমানোর ঘোষণার পর বেড়েছে তেলের দাম

সৌদি আরব জুলাই মাসে উৎপাদন কমানোর ঘোষণা দেয়ার পর বিশ্বের বাজারে তেলের দাম বেড়েছে।

তেল উৎপাদনকারী দেশগুলোর গ্রুপ ওপেক প্লাসের অন্য সদস্যরাও দাম বাড়ানোর প্রয়াসে উৎপাদন কমাতে সম্মত হয়েছে। খবর বিবিসির।

বিশ্বের অপরিশোধিত তেলের প্রায় ৪০ শতাংশ ওপেক প্লাস দেশগুলো উৎপাদন করে। ওপেকের সিদ্ধান্তগুলো তেলের দামের উপর বড় প্রভাব ফেলতে পারে।

সোমবার এশিয়ার বাণিজ্যে ব্রেন্ট অপরিশোধিত তেল ব্যারেল প্রতি ৭৭ ডলারে স্থির হওয়ার আগে ২.৪ শতাংশ বেড়েছে।

ওপেক প্লাস বলছে, উৎপাদন লক্ষ্যমাত্রা ২০২৪ থেকে আরও ১ দশমিক ৪ মিলিয়ন বিপিডি কমে যাবে।

জ্বালানি মূল্যের পতনের প্রেক্ষাপটে রবিবার তেল সমৃদ্ধ দেশগুলোর সাত ঘণ্টাব্যাপী বৈঠক হয়।

গত বছর যখন রাশিয়া ইউক্রেনে আক্রমণ শুরু করেছিল তখন তেলের দাম বেড়ে গিয়েছিল। কিন্তু এখন সেই স্তরে ফিরে এসেছে যা সংঘাত শুরু হওয়ার আগে দেখা গিয়েছিল।

গত বছরের অক্টোবরে পেট্রোলিয়াম রপ্তানিকারক দেশগুলোর সংস্থা ওপেক প্লাস ২০ মিলিয়ন বিপিডি উৎপাদন কমাতে সম্মত হয়েছিল, যা বিশ্বব্যাপী চাহিদার প্রায় ২ শতাংশ।

এই বছরের এপ্রিলে গ্রুপটি আরও কাটছাঁট করতে সম্মত হয়েছে। তবে রাশিয়ার উপ-প্রধানমন্ত্রী আলেকজান্ডার নোভাক বলেছেন, রবিবারের আলোচনার ফলে ২০২৪ সালের শেষ পর্যন্ত চুক্তির মেয়াদ বাড়ানো হয়েছে।

spot_img
spot_img

এই বিভাগের আরও পড়ুন

চট্টগ্রাম

সারাদেশ

বিশেষ-সংবাদ

বিনোদন