Google search engine
প্রচ্ছদআন্তর্জাতিকনিউ ইয়র্কে বাংলাদেশী রেস্তোরাঁয় বন্দুক হামলা

নিউ ইয়র্কে বাংলাদেশী রেস্তোরাঁয় বন্দুক হামলা

নিউ ইয়র্কের বাঙালি রেস্তোরাঁ বৈশাখীতে বন্দুক হামলার ঘটনা ঘটেছে। শনিবার বিকালে ঐ রেস্তোরাঁয় অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায় এক ব্যক্তি। ঘটনায় সাব্বির নামে দোকানের এক কর্মচারী আহত হওয়ার খবর পাওয়া গিয়েছে।

সিসিটিভির ফুটেজে দেখা গেছে, শনিবার বিকালে কুইন্সের অ্যাস্টেরিয়াতে অবস্থিত বৈশাখী রেস্তোরাঁয় লাল হুডি ও কালো মাস্ক পরা এক ব্যক্তি বন্দুক নিয়ে ঢুকে পড়ে। এই পরিস্থিতি দেখে ভেতরে থাকা লোকজন আতঙ্কিত হয়ে পড়েন।

ভিডিওতে আরও দেখা যায়, ভেতরে থাকা একটি শিশুকে দ্রুত নিরাপদ স্থানে নিয়ে যান একজন মহিলা। হামলাকারী কাউন্টারের পেছনে দৌড়ে সেখানকার এক কর্মচারীকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে পালিয়ে যায়।

গুলির শব্দ শুনে একজন ক্রেতা জরুরি সেবা ৯১১-এ কল করেন। খবর পাওয়া মাত্রই ঘটনা স্থলে ছুটে যায় পুলিশ। আহত সাব্বিরকে উদ্ধার করে অ্যাম্বুলেন্সে স্থানীয় এলমার্স্ট হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসার পর আশঙ্কামুক্ত হওয়ায় সন্ধ্যার দিকে তাঁকে ছেড়ে দেওয়া হয়।

সন্দেহভাজন হামলাকারীকে আটকের চেষ্টা করছে পুলিশ ।

spot_img
spot_img

এই বিভাগের আরও পড়ুন

চট্টগ্রাম

সারাদেশ

বিশেষ-সংবাদ

বিনোদন