Google search engine
প্রচ্ছদটপ নিউজ‘সেমিফাইনাল চলছে, জানুয়ারিতে ফাইনাল’

‘সেমিফাইনাল চলছে, জানুয়ারিতে ফাইনাল’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, কোয়ার্টার ফাইনাল হয়েছে, সেমিফাইনাল চলছে। আগামী জানুয়ারি মাসে ফাইনাল খেলা হবে। তিনি বলেন, বেশি তর্জন গর্জন করতে গিয়ে নিজেদের পতন ডেকে এনেছে বিএনপি।

১৩ নভেম্বর, সোমবার বিকেলে খুলনা সার্কিট হাউজ মাঠে খুলনা মহানগর ও জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় বিশেষ অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, ভয় পাওয়ার কিছু নেই। সব অপশক্তি ভেঙে তছনছ হয়ে যাবে। আক্রমণ করলে পাল্টা আক্রমণ করতে হবে। কাউকে ছাড়া হবে না।

জনসভায় সভাপতিত্ব করছেন মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক। প্রধান অতিথি আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

spot_img
spot_img

এই বিভাগের আরও পড়ুন

চট্টগ্রাম

সারাদেশ

বিশেষ-সংবাদ

বিনোদন