Google search engine
প্রচ্ছদঅর্থ-বাণিজ্যঢাকা ব্যাংকের নাম পরিবর্তন

ঢাকা ব্যাংকের নাম পরিবর্তন

ঢাকা ব্যাংক লিমিটেডের নাম পরিবর্তন করে ‘ঢাকা ব্যাংক পিএলসি’ করা হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

বৃহস্পতিবার (৯ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ (বিআরপিডি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়েছে, কোম্পানি আইন, ১৯৯৪ এর ১১ক(ক) ধারার বিধান অনুসারে ৯ নভেম্বর থেকে দেশের তফসিলি ব্যাংকগুলোর তালিকায় ‘ঢাকা ব্যাংক লিমিটেড’ এর নাম পরিবর্তন করে ‘ঢাকা ব্যাংক পিএলসি’ করা হয়েছে।

এ বিষয়ে বৃহস্পতিবার (৯ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গর্ভনর আবু ফরাহ মো. নাছেরের স্বাক্ষর করা একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

বাংলাদেশ ব্যাংক অর্ডার, ১৯৭২ (রাষ্ট্রপতির ১৯৭২ সালের ১২৭ নম্বর আদেশ) এর ৩৭ (২) (সি) ধারায় দেয়া ক্ষমতাবলে ৯ নভেম্বর থেকে দেশের তফসিলভুক্ত ‘ঢাকা ব্যাংক লিমিটেড’ এর নাম পরিবর্তন করে ‘ঢাকা ব্যাংক পিএলসি’ করা হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

এ সংক্রান্ত নির্দেশনা দেশে কার্যরত সকল তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে পাঠিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

spot_img
spot_img

এই বিভাগের আরও পড়ুন

চট্টগ্রাম

সারাদেশ

বিশেষ-সংবাদ

বিনোদন