Google search engine
প্রচ্ছদআন্তর্জাতিকজন্মদিনে গ্রেনেড উপহার

জন্মদিনে গ্রেনেড উপহার

নিজের জন্মদিনেই মৃত্যু হলো ইউক্রেনের সেনাবাহিনীর এক শীর্ষ কর্মকর্তার। জন্মদিনে পাওয়া উপহারের বাক্স খুলতেই বিস্ফোরণ ঘটে। সেই বিস্ফোরণে প্রাণ হারান মেজর গেনান্দি চাস্তিয়াকভ ও তার শিশু সন্তান। গেনান্দি চাস্তিয়াকভ ইউক্রেনের সেনাবাহিনীর কমান্ডার ইন চিফ জেনারেল ভ্যালেরি জালুঝনির উপদেষ্টা এবং ইউক্রেনীয় বাহিনীর অন্যতম গুরুত্বপূর্ণ কমান্ডার।

ইউক্রেন পুলিশ জানিয়েছে, জন্মদিনে বাক্সে করে তিনটি গ্রেনেড উপহার পাঠিয়েছিলেন মেজর গেনান্দির এক সহকর্মী আর সেই উপহারই মৃত্যু দূত হয়ে ঢুকে ইউক্রেনীয় সেনা কর্মকর্তার ঘরে।

চাস্তিয়াকভের জন্মদিন উৎযাপনের সময় তার ছেলে বাইরে থেকে একটি উপহারের বাক্স নিয়ে আসে। বাক্সটি খোলার পর সে গ্রেনেড দেখতে পায় এবং তা নিয়ে খেলা শুরু করে। এ সময় চাস্তিয়াকভ তার ছেলের হাত থেকে গ্রেনেডটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন, সে সময় কোনোভাবে সেটির পিন খুলে যায় এবং বাবা-ছেলের মৃত্যু ঘটে।

ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রী ইগর ক্লিমেনকো টেলিগ্রামে এক বিবৃতিতে বলেন, ওই দিন ছিল মেজর চাস্তিয়াকভের জন্মদিন। প্রাথমিক তদন্তে জানা গেছে, চাস্তিয়াকভের ছেলে বাড়ির দরজার বাইরে থেকে একটি উপহারের বাক্স এনে তার বাবার সামনে এনে সেটি খুলেছিল।

গ্রেনেড বিস্ফোরণের তথ্য নিশ্চিত করেছেন জেনারেল জালুঝনি। টেলিগ্রাম পোস্টে ইউক্রেনের কমান্ডার ইন চিফ বলেন, ‘অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি, ইউক্রেনীয় বাহিনীর অন্যতম কমান্ডার এবং আমার সহকারী মেজর গেনান্দি চাস্তিয়াকভ ও তার ছেলেশিশু নিহত হয়েছেন।

তার জন্মদিনের উপহার বাক্সে কেউ বোমা ভরে রেখেছিল, সেটির বিস্ফোরণেই মৃত্যু হয়েছে তাদের।’নিহত মেজর চাস্তিয়াকভ ইউক্রেনীয় বাহিনীর খুবই গুরুত্বপূর্ণ ও নীতি নির্ধারণী পর্যায়ের কমান্ডার ছিলেন। তাকে দক্ষ ও সৎ কমান্ডার হিসেবে আখ্যায়িত করেছেন জেনারেল জালুঝনি।সূত্র : বিবিসি

spot_img
spot_img

এই বিভাগের আরও পড়ুন

চট্টগ্রাম

সারাদেশ

বিশেষ-সংবাদ

বিনোদন