Google search engine
প্রচ্ছদলিডরাজশাহীতে পেট্রলবোমায় পুড়ল ট্রাক

রাজশাহীতে পেট্রলবোমায় পুড়ল ট্রাক

রাজশাহীতে পণ্যবাহী এক ট্রাকে পেট্রলবোমা বিস্ফোরণ ঘটিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। আগুনে ট্রাকটির সামনের অংশ পুড়ে গেছে। পরে স্থানীয় ব্যক্তিরা ও পুলিশ গিয়ে আগুন নেভায়। এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ। তবে পুলিশের দাবি, বিএনপির নাশকতাকারীরা এ ঘটনা ঘটিয়েছে।

০৬ নভেম্বর, সোমবার বেলা পৌনে তিনটার রাজশাহী-নওগাঁ মহাসড়কের নন্দনহাট মোড়ে এ ঘটনা ঘটে।

এলাকার কয়েকজন বাসিন্দার সঙ্গে কথা বলে জানা গেছে, সোমবার দুপুরে রাজশাহী থেকে একটি ট্রাক পোলট্রি ফিড নিয়ে রাজশাহী-নওগাঁ মহাসড়ক দিয়ে বাগমারার দিকে যাচ্ছিল। পথে রাজশাহীর মোহনপুর উপজেলার নন্দনহাট এলাকায় ট্রাক থামিয়ে প্রথমে ভাঙচুর করেন একদল ব্যক্তি। ছয়টি মোটরসাইকেলে ১২ জন লোক ছিলেন। একপর্যায়ে তাঁরা ট্রাকের সামনে ভেতরে পেট্রলবোমা নিক্ষেপ করেন। এতে ট্রাকটির সামনের অংশে আগুন ধরে যায়। পরে স্থানীয় ব্যক্তিরা আগুন নেভানোর চেষ্টা করেন। তাঁরা তৎক্ষণাৎ মোহনপুর থানায় ফোন দেন। পরে পুলিশ ঘটনাস্থলে আসে।

ওই ট্রাকে ট্রাকচালক, চালকের সহযোগীসহ তিনজন ছিলেন। ট্রাক ভাঙচুরের সময় তাঁরা রাস্তা থেকে নিচে নেমে যান। চালক জহুরুল ইসলাম জানিয়েছেন, রাজশাহীতে পোলট্রি ফিড নিয়ে বাগমারার দিকে যাচ্ছিলেন। তাঁরা ছয়টি মোটরসাইকেল নিয়ে ট্রাকের সামনে এসে প্রথমে ভাঙচুর করেন। এতে ভয়ে তাঁরা ট্রাক থেকে নেমে আসেন। পরে তাঁরা ট্রাকের ভেতরে পেট্রলবোমা বিস্ফোরণ ঘটান।

রাজশাহী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) ও গণমাধ্যম মুখপাত্র মো. রফিকুল আলম বলেন, বিএনপির নাশকতাকারীরা ট্রাক থামিয়ে পেট্রলবোমা দিয়ে আগুন ধরিয়ে দেন। তারা ছয়টি মোটরসাইকেলে ছিলেন। আগুন ধরিয়ে দিয়ে তাঁরা গ্রামের দিকে চলে যান।

তারা বিএনপির নাশকতাকারী, এটা কীভাবে নিশ্চিত হওয়া গেছে, সে বিষয়ে তিনি বলেন, স্থানীয় ব্যক্তিরা দেখেছেন। তাদের দ্রুত আটক করা সম্ভব হবে। পুলিশ কাজ করছে।

এর আগে গত ২৯ অক্টোবর বিএনপি-জামায়াতের ডাকা হরতাল চলাকালে রাজশাহীর বাঘা উপজেলার আটঘরিয়া এলাকায় একজন ট্রাফিক সার্জেন্টের ব্যক্তিগত গাড়ি পুড়িয়ে দেয় দুর্বৃত্তরা।

২ নভেম্বর দিবাগত রাত দেড়টার দিকে চারঘাটের বাসুপাড়া এলাকায় রেললাইনে টায়ার জ্বালিয়ে আগুন ধরানোর চেষ্টা করা হয়। গতকাল রোববার রাত ১০টার দিকে রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে অবিস্ফোরিত দুটি ককটেল উদ্ধার করা হয়।

spot_img
spot_img

এই বিভাগের আরও পড়ুন

চট্টগ্রাম

সারাদেশ

বিশেষ-সংবাদ

বিনোদন