Google search engine
প্রচ্ছদখেলাধুলাচীন সফরে যাচ্ছেনা মেসিরা

চীন সফরে যাচ্ছেনা মেসিরা

চলতি মাসেই চীন সফরে যাওয়ার কথা ছিল যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের (এমএলএস) ক্লাব ইন্টার মায়ামির। দলটির সঙ্গে এশিয়া সফরে আসার কথা ছিল আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসির। কিন্তু ‘অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির’ কারণে সফরটি বাতিল করা হয়েছে।

এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে ইন্টার মায়ামি। বিবৃতিতে ক্লাবটি জানিয়েছে, ‘অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির’ কারণে সফরটি বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে মেসিদের চীনে যাওয়া আপাতত থমকে গেছে।

গত জুলাইয়ে ফ্রান্সের ক্লাব প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) ছেড়ে মায়ামিতে যোগ দেন মেসি। তার যোগদানের পর এটিই যুক্তরাষ্ট্রের দলটির প্রথম আন্তর্জাতিক সফর হওয়ার কথা ছিল।

চীনের সুপার লিগের দল কিংডাও হাইনিউ এফসির বিপক্ষে ৫ নভেম্বর এবং চেংডু রংচেং এর সঙ্গে ৮ নভেম্বর খেলার কথা ছিল মায়ামির। মেজর লিগ সকারের পরের মৌসুম শুরুর আগ পর্যন্ত আপাতত মায়ামির আর কোনো খেলা নেই।

spot_img
spot_img

এই বিভাগের আরও পড়ুন

চট্টগ্রাম

সারাদেশ

বিশেষ-সংবাদ

বিনোদন