চট্টগ্রামে ইয়াবা মামলায় এক তরুণীকে পাঁচ বছর কারাদণ্ড দিয়েছে আদালত। বুধবার (১ নভেম্বর) চতুর্থ অতিরিক্ত চট্টগ্রাম মহানগর দায়রা জজ শরীফুল আলম ভূঁঞার আদালত এ রায় দেন।
এ বিষয়ে আদালতে বেঞ্চ সহকারী মো. ওমর ফুয়াদ বলেন, কর্ণফুলী থানার ইয়াবার মামলায় হামিদা বেগম (৩৫) কে পাঁচ বছরের কারদণ্ড দিয়েছেন আদালত। ২০১৬ সালের ১৬ জুন কর্ণফুলী থানার মইজ্জারটেক এলাকা থেকে এক হাজার পিসসহ আটক হন হামিদা বেগম। এ ঘটনায় তৎকালীন কর্ণফুলী থানার উপপরিদর্শক (এসআই) আলমগীর হোসেন বাদী হয়ে থানায় মামলা করেন। তদন্ত শেষে একই বছরের ১৫ জুলাই আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। ২০২০ সালের ৬ ডিসেম্বর হামিদা বেগমের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু হয়। হামিদা বেগম কক্সবাজার জেলার কক্সবাজার সদর থানার রুমালিয়ারছড়া এলাকার মৃত জয়নাল আবেদীনের স্ত্রী।
মহানগর দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মো. নোমান চৌধুরী বলেন, ৪ জন সাক্ষীর সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে ইয়াবার মামলায় অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত হামিদা বেগমকে ৫ বছর সশ্রম কারাদণ্ড, ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাস বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন। হালিমা জামিনে গিয়ে পলাতক। তার বিরুদ্ধে সাজা পরোয়ানামূলে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। মামলা পরিচালনায় পিপিকে সহযোগিতা করেন িএডভোকেট মোহাম্মদ আবু ঈসা।