সাবেক পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা আক্তার মিতু হত্যাকাণ্ডে অংশ নেওয়া চার্জশিটভুক্ত আসামি কালুকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) সহযোগিতায় শুক্রবার (২ জুন) দিবাগত রাতে রাঙ্গুনিয়া থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে।
পিবিআই চট্টগ্রাম মেট্রোর সহকারী পুলিশ সুপার নাঈমা সুলতানা এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, গতকাল রাতে কালুকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারে পর আসামিকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
২০১৬ সালের ৫ জুন ছেলেকে স্কুল বাসে তুলে দিতে যাওয়ার পথে নগরীর পাঁচলাইশ থানার ওআর নিজাম রোড আবাসিক এলাকার গেটের কাছে দুর্বৃত্তদের গুলি ও ছুরিকাঘাতে খুন হন মাহমুদা আক্তার মিতু।
এ ঘটনায় তার স্বামী সাবেক পুলিশ সুপার বাবুল আক্তার বাদি হয়ে পাঁচলাইশ থানায় একটি হত্যা মামলা করেন। গত ১২ মে আদালতে এই মামলার চূড়ান্ত প্রতিবেদন জমা দেন তদন্ত কর্মকর্তা। একইদিন মিতুর বাবা বাদি হয়ে বাবুল আক্তারসহ আগের মামলার সাতজনকে আসামি করে নতুন একটি হত্যা মামলা করেন।