Google search engine
প্রচ্ছদবিনোদন২৬ বছরে থেমে গেলেন মিস ওয়ার্ল্ড প্রতিযোগী শেরিকা

২৬ বছরে থেমে গেলেন মিস ওয়ার্ল্ড প্রতিযোগী শেরিকা

সাবেক মিস ওয়ার্ল্ড প্রতিযোগী শেরিকা ডি আরমাস আর নেই। ২০১৫ সালে মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় উরুগুয়ের হয়ে প্রতিনিধিত্ব করা এই তরুণী গত ১৩ অক্টোবর মাত্র ২৬ বছর বয়সে মারা গেছেন। তিনি দীর্ঘদিন ধরে জরায়ুর ক্যানসারে আক্রান্ত ছিলেন। আরমাস কেমোথেরাপি এবং রেডিওথেরাপি চিকিৎসার মধ্য দিয়ে যাচ্ছিলেন।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, শেরিকা ডি আরমাসের মৃত্যুতে উরুগুয়ের পাশাপাশি সারাবিশ্বে শোকের ছায়া বিরাজ করছে।

মিস ইউনিভার্স উরুগুয়ে ২০২২ কার্লা রোমেরো তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। তিনি লিখেছেন— মিসেস ডি আরমাস ‘এই বিশ্বের গর্ব। আমার জীবনে দেখা সবচেয়ে সুন্দর নারীদের একজন।’

২৬ বছর বয়সি অভিনেত্রী চীনে আয়োজিত ২০১৫ সালে মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় শীর্ষ ৩০-এর মধ্যে ছিলেন না। তবে তিনি প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য মাত্র ১৮ বছর বয়সিদের মধ্যে একজন ছিলেন।

সেই সময় এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, ‘আমি সবসময়ই মডেল হতে চেয়েছিলাম, তা বিউটি মডেল হোক, বিজ্ঞাপনের মডেল হোক কিংবা ক্যাটওয়াক মডেল হোক। আমি ফ্যাশন সম্পর্কিত সব কিছুই পছন্দ করি এবং আমি মনে করি যে, একটি সৌন্দর্য প্রতিযোগিতায় অংশ নেওয়া যে কোনো মেয়ের স্বপ্ন মিস ইউনিভার্সে সুযোগ পাওয়া। চ্যালেঞ্জপূর্ণ এই অভিজ্ঞতায় থাকতে পেরে আমি খুবই খুশি।’

খবরে বলা হয়েছে, তিনি মেকআপ এবং চুলের যত্ন সম্পর্কিত পণ্য বিক্রি করতেন। পেরেজ স্ক্রেমিনি ফাউন্ডেশনে তার কিছু মূল্যবান জিনিস উৎসর্গ করেছিলেন এই মডেল, যা ক্যানসার আক্রান্ত শিশুদের চিকিৎসায় কাজে লাগে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, জরায়ুর ক্যানসার মহিলাদের মধ্যে চতুর্থ সর্বাধিক সাধারণ ক্যানসার।

২০১৮ সালে বিশ্বব্যাপী আনুমানিক ৫ লাখ ৭০ হাজার মহিলা সার্ভিক্যাল ক্যানসারে আক্রান্ত হয়েছেন। প্রায় ৩ লাখ ১১ হাজার মহিলা এই রোগে মারা গেছেন।

spot_img
spot_img

এই বিভাগের আরও পড়ুন

চট্টগ্রাম

সারাদেশ

বিশেষ-সংবাদ

বিনোদন