Google search engine
প্রচ্ছদচট্টগ্রামচট্টগ্রামে মিথ্যা মামলা করায় বাদীর কারাদণ্ড

চট্টগ্রামে মিথ্যা মামলা করায় বাদীর কারাদণ্ড

চট্টগ্রাম নারী ও শিশু নির্যাতন দমন আইনে মিথ্যা মামলা করায় সায়রা বানু নামে এক নারীকে ৩ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুানাল-৩ এর বিচারক জয়নাল আবেদীনের আদালত। এছাড়া ২০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন।

বুধবার চট্টগ্রাম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুানাল-৩ এর বিচারক এ রায় দেন।

বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট ট্রাইব্যুনালের পিপি জিকো বড়ুয়া।

আদালত সূত্র জানায়, ২০০৫ সালে ২৪ মে রাউজান থানার আধারমানিক এলাকায় সায়রা বানু নামে এক নারী তার সৎ ছেলে মাহবুবুল আলমসহ তিনজনের বিরুদ্ধে মামলা করেন। এতে তিনি অভিযোগ করেন তার ঘরে ঢুকে তাকে বিবস্ত্র করে আসামিরা নির্যাতন করে।

ট্রাইব্যুনালের নির্দেশে রাউজান থানা পুলিশ মামলা তদন্ত করে সত্যতা পাওয়া গেছে বলে ট্রাইব্যুনালে প্রতিবেদন দাখিল করে। এ মামলায় আসামি মাহবুবুল আলম পুলিশের হাতে গ্রেফতার হয়ে ৩ মাস কারাভোগ করে জামিন লাভ করেন।

পরবর্তীতে ট্রাইব্যুনালে আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করার মধ্য দিয়ে বিচার শুরু হয়। তবে সাক্ষ্য প্রমাণ ও সার্বিক বিবেচনায় আসামিদের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত না হওয়ায় ২০২২ সালের ৩১ মে আদেশে সব আসামি বেকসুর খালাস দেন।

এরপর মাহবুবুল আলম তার বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরকারী সেই বাদী সয়েরা বানুর বিরুদ্ধে পৃথক মামলা দায়ের করেন। মিথ্যা মামলাজনিত আর্থিক, শারীরিক, সামাজিক ও মানসিক ক্ষয়ক্ষতি ও হয়রানির অভিযোগে বাদী সায়রা বানুর বিরুদ্ধে একই ট্রাইব্যুনালে নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ এর ১৭(১) ধারায় মামলা দায়ের করেন।

spot_img
spot_img

এই বিভাগের আরও পড়ুন

চট্টগ্রাম

সারাদেশ

বিশেষ-সংবাদ

বিনোদন