লন্ডনের একটি বাড়িতে রান্নাঘরে ৫ ফুট লম্বা অজগরকে ঘুমাতে দেখে হতবাক এক পরিবার।
গত ১৩ সেপ্টেম্বর ওই পরিবারের একজন আয়া প্রথমে সাপটিকে দেখতে পান। এ ঘটনায় তাত্ক্ষণিকভাবে রয়্যাল সোসাইটি ফর দ্য প্রিভেনশন অফ ক্রুয়েলটি টু অ্যানিমেলস (আরএসপিসিএ) কে অবগত করে ওই পরিবার।
ইউএসএ টুডে-র এক প্রতিবেদনে বলা হয়েছে, এটি ছিল বোয়া-লাল সাপ, যা কয়েক মিনিটের মধ্যে মানুষকে হত্যা করতে পারে।
প্রাণি উদ্ধার কর্মকর্তা অ্যাবিগেইল ক্যাম্পবেল এসডব্লিউএনএসকে বলেন, সাপটি কিছুটা পাতলা ও খুব শান্ত। তাকে তুলে নেওয়ার সময় কোন সমস্যাই হয়নি। সে খুব শক্তিশালী ছিল।
সাপটিকে ধরে একটি ব্যাগে রাখেন উদ্ধারকর্মীরা। পরে প্রাণিটিকে সাউথ এসেক্স ওয়াইল্ডলাইফ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।