এভারকেয়ার হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ার ইউনিট (সিসিইউ) সেটআপে কেবিনেই অসুস্থ খালেদা জিয়া চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে আছেন। শারীরিক অবস্থা উন্নতি হলে আবার কেবিনে নিয়ে আসা হয়। এখন কেবিনে সিসিইউ সেটআপে চিকিতসকদের সার্বক্ষণিক নিবিড় অবজারভেশনে তিনি আছেন।
শনিবার (২৩ সেপ্টেম্বর) সকালে তার ব্যক্তিগত চিকিতসক অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন গণমাধ্যমকে একথা জানান।
তিনি বলেন, ম্যাডাম অত্যন্ত অসুস্থ। গতকাল শুক্রবার তার অবস্থার অবণতি হলে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে নেওয়া হয়েছিল। এখন কেবিনে সিসিইউ সেটআপে চিকিতসকদের সার্বক্ষণিক নিবিড় অবজারভেশনে তিনি আছেন।
৭৮ বছর বয়েসী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া লিভার, ফুসফুস, কিডনি জটিলতাসহ হৃদরোগ, ডায়াবেটিক প্রভৃতি রোগে ভুগছেন দীর্ঘদিন। অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে ১৯ সদস্যের বিশেষজ্ঞ চিকিসকদের সমন্বয় গঠিত মেডিক্যাল বোর্ড খালেদা জিয়ার চিকিৎসা দিচ্ছেন।
গত ৯ আগস্ট গুলশানের বাসা ফিরোজায় গুরুতর অসুস্থ হয়ে পড়লে মেডিক্যাল বোর্ডের সিদ্ধান্তে তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।