Google search engine
প্রচ্ছদলিডছিনতাই মিশনে অস্ত্রসহ গ্রেফতার ৩ বন্ধু

ছিনতাই মিশনে অস্ত্রসহ গ্রেফতার ৩ বন্ধু

ছিনতাই মিশনের জন্য প্রস্তুতিকালে তিন বন্ধুকে গ্রেফতার হয়েছেন। এসময় তাদের কাছ থেকে একটি এলজি ও দুই রাউন্ড কার্তুজ পেয়েছে জেলা গোয়েন্দা পুলিশ।

মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় হাজিপুর ইউনিয়নের পূর্ব হাজিপুর গ্রামসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

পুলিশ বলছে, তারা এই অস্ত্র দিয়ে এলাকায় আধিপত্য বিস্তার, ছিনতাই, চাঁদাবাজি, ডাকাতিসহ সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে আসছে।

নোয়াখালী পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতাররা হলেন, বেগমগঞ্জের মৃত সুরুজ মিয়ার ছেলে শহিদ উল্যাহ শহিদ (৩২), মৃত আবদুল ছাত্তারের ছেলে খোরশেদ আলম মোরশেদ (২৫) ও মো. জাফরের ছেলে আশিকুর রহমান (১৯)। জাবেদ নামে তাদের আরেক বন্ধু পলাতক রয়েছে।

পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম বলেন, গোপন সংবাদেরভিত্তিতে ডিবির উপ-পরিদর্শক (এসআই) মো. সেকান্দার সাঈম অভিযান চালিয়ে প্রথমে আসামি শহিদ উল্যাহকে একটি কার্তুজসহ দূর্গাপুর ইউনিয়ন থেকে গ্রেফতার করে। এসময় জিজ্ঞাসাবাদে সে জানায়, পলাতক জাবেদ ও আসামি খোরশেদ আলমের কাছে আরও অস্ত্র আছে।

পরে হাজিপুর ইউনিয়নের পূর্ব হাজিপুর গ্রামে অভিযান চালিয়ে খোরশেদ ও তার সঙ্গে থাকা আসামি আশিকুর রহমানকে গ্রেফতার করা হয়। এসময় আশিকের শয়নকক্ষ থেকে আরও একটি কার্তুজ ও একটি এলজি (ওয়ান শুটার) উদ্ধার করে ডিবি।

তাদের বিরুদ্ধে থানায় অস্ত্র মামলা রুজু করা হয়েছে। পলাতক আসামিকে গ্রেফতারে অভিযান চলছে; জানান তিনি।

spot_img
spot_img

এই বিভাগের আরও পড়ুন

চট্টগ্রাম

সারাদেশ

বিশেষ-সংবাদ

বিনোদন