Google search engine
প্রচ্ছদচট্টগ্রামবান্দরবানে সেনাবাহিনীর সঙ্গে কেএনএফ’র গোলাগুলি, আহত ১

বান্দরবানে সেনাবাহিনীর সঙ্গে কেএনএফ’র গোলাগুলি, আহত ১

বান্দরবানের রুমার জাইঅং পাড়া এলাকায় সেনাবাহিনীর সঙ্গে সশস্ত্র গ্রুপ কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে বয়রাম বম (২২) নামের এক যুবক আহত হয়েছেন বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয়রা । আহত বয়রাম বম রুমা সদরের বেতেল পাড়া এলাকার জারেম লাল বমের ছেলে। তিনি কেএনএফের সদস্য বলে জানা গেছে।

১৮ সেপ্টেম্বর, সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে এ গোলাগুলির ঘটনা ঘটে।

রুমা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ মাহবুবুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

বান্দরবান অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মো. রায়হান কাজেমী বলেন, রুমায় কেএনএফ ও সেনাবাহিনীর মধ্যে গোলাগুলির ঘটনায় অস্ত্রসহ আহত এক যুবককে আটক করেছে সেনাবাহিনী। সেনাবাহিনীর পক্ষ থেকে তাকে পুলিশে হস্তান্তর করা হলে বিস্তারিত জানা যাবে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রুমার জাইঅং পাড়ায় কেএনএফের একটি দল অবস্থান করছে খবর পেয়ে সেনা টহলদল ঘটনাস্থলে যায়। এসময় উভয়ের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। ঘটনার একপর্যায়ে কেএনএফ সদস্যরা পিছু হটেন। পরে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় অস্ত্রসহ বায়রাম বমকে আটক করা হয়। প্রথমে তাকে রুমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে উন্নত চিকিৎসার জন্য বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়।

রুমা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ মাহবুবুল হক বলেন, রুমা সদরের জাইয়ন পাড়া এলাকায় সেনা সদস্যরা টহলরত অবস্থায় কেএনএফ এর সঙ্গে গোলাগুলির ঘটনা ঘটে। এ সময় কেএনএফ এর এক সদস্য আহত হয়েছে। তাকে রুমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে সেনাবাহিনীর সদস্যদের পাহারায় বান্দরবান সদর হাসপাতালে নিয়ে গেছেন।

spot_img
spot_img

এই বিভাগের আরও পড়ুন

চট্টগ্রাম

সারাদেশ

বিশেষ-সংবাদ

বিনোদন