Google search engine
প্রচ্ছদচট্টগ্রামস্কুল ছাত্রীকে উত্যক্ত, আটক হয়ে পদ হারালেন ৩ ছাত্রলীগ...

স্কুল ছাত্রীকে উত্যক্ত, আটক হয়ে পদ হারালেন ৩ ছাত্রলীগ নেতা

চট্টগ্রামের মিরসরাইয়ে এক স্কুল ছাত্রীকে উত্যক্ত ও হুমকি দেওয়ার ঘটনায় ছাত্রলীগের তিন নেতাকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

সোমবার (১৮ সেপ্টেম্বর) উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক মাসুদ করিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

অব্যাহতি প্রাপ্ত তিন ছাত্রলীগ নেতা হলেন- মঘাদিয়া ইউনিয়ন ছাত্রলীগের সহ-সম্পাদক সাজ্জাদ সাগর, ইউনিয়ন গণ শিক্ষা বিষয়ক সম্পাদক সালমান হোসেন এবং ২নং ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক রিফাত হোসেন রিমন।

জানা গেছে, চলতি বছরের ১২ মে বিদ্যালয় থেকে বাড়ি ফেরার পথে সাধুরবাজার এলাকায় সবুজ (২১) ও শুভ (১৯) নামের দুই বখাটে মলিয়াইশ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির এক ছাত্রীকে জোর করে গাড়িতে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় চুল ধরে টানাটানির এক পর্যায়ে ওই ছাত্রীর মাথার স্কাফ খুলে ফেলে তারা। গাড়িতে তুলতে ব্যর্থ হওয়ার পর গাড়ি দিয়ে চাপা দেয়ারও চেষ্টা করে। পরে শিক্ষার্থীদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে বখাটেরা গাড়ি নিয়ে পালিয়ে যায়। তখন সহপাঠীরা ওই শিক্ষার্থীকে বাড়ি নিয়ে যায়।

ঘটনার দিন বিকালে মিরসরাই থানায় একটি লিখিত অভিযোগ করেন ভুক্তভোগী কিশোরীর বাবা বেলায়েত হোসেন।

অভিযোগের পর পুলিশ সবুজ নামের একজনকে আটক করে আদালতে প্রেরণ করে। আরেকজন আদালতে আত্মসমর্পণ করেছিলেন। জামিনে এসে সবুজ ও শুভ দলবল নিয়ে বাড়ির আশেপাশে এসে ঘরের চালে ঢিল ছুড়ে এমনকি মেয়েকে তুলে নেওয়ারও হুমকি দেয়। বখাটেদেরে ভয়ে দীর্ঘ ৪ মাস স্কুলে যাওয়া বন্ধ করে দিয়েছিল ওই শিক্ষার্থী। এ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ উপজেলা প্রশাসনের নজরে আসলে তিনি মেয়ের বাড়িতে গিয়ে মেয়েকে আশ্বস্ত করে আবার স্কুলে যাওয়ার জন্য।

এ বিষয়ে উপজেলা ছাত্রলীগের আহবায়ক মাসুদ করিম রানা জানান, মিরসরাই উপজেলা ছাত্রলীগের জরুরি সিদ্ধান্ত মোতাবেক দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে মঘাদিয়া ইউনিয়নের তিনজনকে তাদের স্ব স্ব দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তিনি আরো বলেন, ছাত্রলীগ একটি পরিচ্ছন্ন সংগঠন। কোনো অন্যায়, অপরাধকে প্রশ্রয় দেয় না।

spot_img
spot_img

এই বিভাগের আরও পড়ুন

চট্টগ্রাম

সারাদেশ

বিশেষ-সংবাদ

বিনোদন