ঢালিউডের আলোচিত নায়িকা পরীমণি দীর্ঘ বিরতির পর কাজে ফিরছেন। ইতোমধ্যে বেশ কয়েকটি নতুন কাজের জন্য চুক্তিবদ্ধও হয়েছেন তিনি। সোমবার (১৮ সেপ্টেম্বর) মধ্যরাতে সামাজিক যোগাযোগমাধ্যমে সুখবর দিয়েছেন। এসময় পরী পোস্ট দিয়ে জানালেন, সরকারি অনুদানের একটি সিনেমায় তিনি যুক্ত হয়েছেন।
মা হওয়ার পর পরীমণি এই সিনেমার মাধ্যমেই নতুন সিনেমাতে চুক্তিবদ্ধ হলেন। যদিও এর আগে রায়হান রাফির একটি ওয়েব কন্টেন্ট প্রজেক্টে চুক্তিবদ্ধ হন তিনি।
এর আগে শনিবার সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছিলেন রোববারের দিনটি তার জন্য গুরুত্বপূর্ণ। তবে কী কারণে গুরুত্বপূর্ণ সে বিষয়ে কোনো আভাস তখনও দেননি। দিনভর নেটিজেনদের কৌতূহলে রেখে আজ প্রথম প্রহরে সরব হলেন তিনি। ফেসবুকে কয়েকটি ছবি প্রকাশ করেছেন পরীমণি। ক্যাপশনে লিখেছেন- এটা ‘ডোডোর গল্প’।
এ থেকে স্পষ্ট ‘ডোডোর গল্প’ নামের অনুদানের ছবিতে যুক্ত হয়েছেন তিনি। এটি পরিচালনার দায়িত্বে আছেন রেজা ঘটক। ২০২১-২২ অর্থবছরে সরকারি অনুদান পায় ‘ডোডোর গল্প’। এর প্রযোজনার দায়িত্বে আছেন নাজমুল হক ভূঁইয়া।