১২ দিনের ব্যবধানে আবারও ভূমিকম্পে কেঁপে উঠলো সিলেট। এবার ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভারতের আসামে। ভূমিকম্প অনুভূত হওয়ার সঙ্গে সঙ্গে আতঙ্কিত লোকজন বাসাবাড়ি থেকে বেরিয়ে আসেন।
শনিবার (০৯ সেপ্টেম্বর) বিকেল ৪টা ১৮ মিনিটে ভূমিকম্প অনুভূত হয়। উৎপত্তিস্থলে ৪ দশমিক ৯ মাত্রায় ভূমিকম্প হয়েছে, এমনটি জানা গেছে সংশ্লিষ্ট সূত্রে।
ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রের সহকারী আবহাওয়াবিদ ফারজানা সুলতানার সই করা এক বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ বিকেল ৪টা ১৮ মিনিট ৩১ সেকেন্ডে সিলেটে ৪ দশমিক ৪ মাত্রায় ভূমিকম্প অনুভূত হয়। ঢাকা থেকে উৎপত্তিস্থলের দূরত্ব ২৬৩ কিলোমিটার উত্তর-পূর্ব দিকে ভারতের আসামের কাছাড়ে।
তবে নগরের বাসিন্দাদের অনেকে জানিয়েছেন, ভূমিকম্প হলেও তাদের অনেকে টের পাননি।
গত ২৯ আগস্ট দুপুর ১টা ১৩ মিনিটের দিকে সিলেটে ৪ দশমিক ৬ মাত্রায় ভূমিকম্প অনুভূত হয়।
এরও আগে গত ১৪ আগস্ট রাত ৮টা ৪৯ মিনিটে ৫ দশমিক ৫ মাত্রায় ভূমিকম্পে কেঁপে ওঠেছিল সিলেট। ফের মৃদু ভূমিকম্পে এ অঞ্চলের মানুষের মাঝে আতঙ্ক বেড়েছে।