Google search engine
প্রচ্ছদরাজনীতিজুলাই ঘোষণাপত্রে শত বছরের লড়াইয়ের ইতিহাস আসা উচিত: এবি...

জুলাই ঘোষণাপত্রে শত বছরের লড়াইয়ের ইতিহাস আসা উচিত: এবি পার্টি

জাতীয় ঐকমত্যের ভিত্তিতে সবার অবদানকে সম্মান করে জুলাই ঘোষণাপত্র প্রকাশের দাবি জানিয়েছে এবি পার্টি। দলটি বলেছে, পলাশীর যুদ্ধ, ব্রিটিশবিরোধী আন্দোলন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা, পাকিস্তান রাষ্ট্র নির্মাণ, একাত্তরের মহান মুক্তিযুদ্ধ, নব্বইয়ের গণ-অভ্যুত্থান, চব্বিশের গণ-অভ্যুত্থান—এসব উপকরণ ঘোষণাপত্রে আসা উচিত।

গতকাল বৃহস্পতিবার বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জুলাই ঘোষণাপত্র নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠক করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। বৈঠক শেষে সাংবাদিকদের এ কথাগুলো বলেন এবি পার্টির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদ।

এবি পার্টির সাধারণ সম্পাদক বলেন, বৈঠকে বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে মতামত এসেছে, তড়িঘড়ি না করে একটি কমিশনের মাধ্যমে সব দলের সঙ্গে আলোচনা করে একটি ঘোষণাপত্র সরকারের পক্ষ থেকে জাতির উদ্দেশে জানানো উচিত। সেই ঘোষণাপত্রে বলা থাকবে জুলাই-আগস্ট আন্দোলনের আকাঙ্ক্ষা কী ছিল। শত শত বছরের লড়াইয়ের ইতিহাস, পলাশী, ব্রিটিশবিরোধী আন্দোলন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা, পাকিস্তান রাষ্ট্র নির্মাণ, একাত্তরের মহান মুক্তিযুদ্ধ, নব্বইয়ের গণ-অভ্যুত্থান, চব্বিশের গণ-অভ্যুত্থান—এসব উপকরণ ঘোষণাপত্রে আসা উচিত।

আসাদুজ্জামান ফুয়াদ আরও বলেন, চব্বিশের গণ-অভ্যুত্থানে তিন মাসের লড়াইয়ে ছাত্রদের যেমন অবদান আছে, গত ১৫ বছর রাজনৈতিক দলগুলোর যে আত্মত্যাগ, সম্মানের সঙ্গে তাদের অবদানও স্বীকার করতে হবে। প্রবাসী ভাই-বোনদের অবদান স্বীকার করতে হবে। ঘোষণাপত্রে কোনো অবদানকে যেন ছোট করে দেখা না হয়।

spot_img
spot_img

এই বিভাগের আরও পড়ুন

চট্টগ্রাম

সারাদেশ

বিশেষ-সংবাদ

বিনোদন