Google search engine
প্রচ্ছদবিনোদনসংসার গড়ল তাহসানের, ভাঙার গুঞ্জন মিথিলার

সংসার গড়ল তাহসানের, ভাঙার গুঞ্জন মিথিলার

২০১৭ সালে ভক্তদের চমকে দিয়ে হঠাৎই নিজেদের বিচ্ছেদের ঘোষণা দেন শোবিজাঙ্গনের তারকা দম্পতি তাহসান খান ও রাফিয়াত রশিদ মিথিলা। বিয়ের প্রায় ১১ বছর পর তাদের সংসারে ভাঙনের খবর ‘মেঘ না চাইতেই বৃষ্টি’র মতো অবাক করে সকলকে।

তাহসানের সঙ্গে বিচ্ছেদের দুই বছরের মাথায় ওপার বাংলার নির্মাতা সৃজিত মুখার্জির গলায় মালা দেন মিথিলা। এরপর মেয়ে আইরাকে সঙ্গে নিয়ে কলকাতায় শ্বশুরবাড়িতে থিতু হন তিনি।

অন্যদিকে বিচ্ছেদের পরেও ৭ বছর সিঙ্গেল ছিলেন তাহসান। এর মধ্যে নতুন করে তার সম্পর্কে জড়ানোর খবর মেলেনি।

তবে শনিবার (৪ জানুয়ারি) সকাল থেকেই ছড়িয়ে পড়ে এই অভিনেতার বিয়ের খবর। বেলা গড়িয়ে রাত নামতেই জানা যায়, এদিন সন্ধ্যায় ঢাকায় একটি কমিউনিটি সেন্টারে পারিবারিক আয়োজনে মেকওভার আর্টিস্ট রোজা আহমেদকে বিয়ে করেছেন তিনি।

তাহসানের বিয়ের খবর প্রকাশ্যে আসতেই ভক্তদের শুভেচ্ছা ও ভালোবাসায় সিক্ত হচ্ছেন অভিনেতা। নবদম্পতির জন্য শুভকামনা জানিয়েছেন তারা।

এদিকে তাহসান যখন দ্বিতীয় বিয়ের খবরে আরও একবার সংবাদের শিরোনামে, তখন তার প্রাক্তন স্ত্রী মিথিলার প্রতিক্রিয়া জানার চেষ্টা করছেন নেটিজেনরা।

অভিনেত্রী অবশ্য তাহসান-রোজার বিয়ে নিয়ে এখনও কোনো মন্তব্য বা শুভেচ্ছাবার্তা জানাননি।

তাহসানের বিয়ের খবরের দিনে মেয়ের সঙ্গে দেখা মিলল মিথিলার। যদিও শনিবার ভোরেই মেয়ে আইরার সঙ্গে একটি ছবি ফেসবুক স্টোরিতে দিয়েছেন মিথিলা। সেই ছবিও ঝড়ের গতিতে ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। একপর্যায়ে স্টোরিটি ফেসবুক থেকে ডিলিট করে দেন তিনি।

তাহসান জীবনের নতুন অধ্যায়ে পা রাখলেও মিথিলার সংসারে ফের ভাঙনের গুঞ্জন শোনা যাচ্ছে। বেশ কিছুদিন ধরেই মেয়ে আইরাকে সঙ্গে নিয়ে ঢাকায় থাকছেন মিথিলা। সৃজিতের পাশে দীর্ঘদিন ধরেই দেখা মিলছে না তার।

এমনকি আইরাকে ঢাকায় একটি স্কুলে ভর্তি করিয়েছেন অভিনেত্রী। বৈবাহিক জীবনে এই তারকা দম্পতির মাঝে দূরত্বের সৃষ্টি হয়েছে, সেটা সৃজিতের জন্মদিনে আরও বেশি স্পষ্ট হয়েছে। গত ২৩শে সেপ্টেম্বর নির্মাতার জন্মদিনেও তার পাশে দেখা মেলেনি মিথিলার।

ভারতীয় সংবাদমাধ্যম সূত্রের খবর, ওই সময় থেকেই আলাদা থাকছেন দু’জন। স্ত্রীর সঙ্গে দূরত্বের জন্য মেয়ে আইরাকে খুব মিস করছেন সৃজিত। বর্তমানে দু’জন রয়েছেন কাটাঁতারের দুইপ্রান্তে। একজন বাংলাদেশে অন্যজন কলকাতায়। তবে কি কারণে তাদের মাঝে এই দুরত্ব, সেটা স্পষ্ট নয়।

তাহসানের সঙ্গে বিচ্ছেদের পর সৃজিতকে বিয়ে করায় নেটিজেনদের কম কটাক্ষ শুনতে হয়নি মিথিলাকে। তবুও সেসব কানে নেননি অভিনেত্রী। এবার তাহসানের বিয়ের খবরেও নতুন করে আলোচনায় মিথিলা। সেখানেও উঠে আসছে সৃজিতের সঙ্গে তার বিয়ে, সংসার ও বিচ্ছেদের গুঞ্জন।

spot_img
spot_img

এই বিভাগের আরও পড়ুন

চট্টগ্রাম

সারাদেশ

বিশেষ-সংবাদ

বিনোদন