Google search engine
প্রচ্ছদচট্টগ্রাম২০৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রে

২০৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রে

কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রে দৈনিক ২০৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। এ কেন্দ্রে দৈনিক ২৩৫ মেগাওয়াট উৎপাদন করার ক্ষমতা রয়েছে। কেন্দ্রের পাঁচটি ইউনিট দিয়েই উৎপাদন সম্ভব হচ্ছে। কিছু দিনের মধ্যে উৎপাদন আরও বাড়বে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

কেন্দ্রের নিয়ন্ত্রণকক্ষ থেকে জানা যায়, বর্তমানে কাপ্তাই হ্রদে পানির উচ্চতা ১০৪ ফুট বা এমএসএল। রুলকার্ভ অনুযায়ী কাপ্তাই হ্রদে পানির ধারণক্ষমতা ১০৯ ফুট। তবে ১০৭ ফুট অতিক্রম করলে বিপৎসীমা হিসাবে গণ্য করা হয়।

কাপ্তাই পানি বিদ্যুৎকেন্দ্রের ব্যবস্থাপক এটিএম আব্দুজ্জাহের বলেন, সদ্য বর্ষায় নেমে আসা পাহাড়ি ঢলে বর্তমানে কাপ্তাই হ্রদে পর্যাপ্ত পরিমাণ পানি বেড়েছে। ফলে কেন্দ্রের বিদ্যুৎ উৎপাদন বেড়েছে। বর্তমানে কেন্দ্রে সর্বোচ্চ ২০৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা যাচ্ছে। কেন্দ্রের পাঁচটি ইউনিট দিয়েই উৎপাদন সম্ভব হচ্ছে। কিছু দিনের মধ্যে উৎপাদন আরও বাড়বে।

spot_img
spot_img

এই বিভাগের আরও পড়ুন

চট্টগ্রাম

সারাদেশ

বিশেষ-সংবাদ

বিনোদন