Google search engine
প্রচ্ছদলিডকেউই আইনের উর্ধ্বে নয় : আইনমন্ত্রী

কেউই আইনের উর্ধ্বে নয় : আইনমন্ত্রী

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী এ্যাডভোকেট আনিসুল হক বলেছেন, বাংলাদেশে কেউই আইনের উর্ধ্বে নয়। আইন তার নিজস্ব গতিতে চলে। তাই, বিচারক যে রায় দেন তা সকলকে মেনে নিতে হবে।

০১ সেপ্টেম্বর, শুক্রবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার কসবায় কুটি ইউনিয়নে আশ্রয়ন প্রকল্পের আওতায় নির্মিত ঘরের চাবি হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

মন্ত্রী পরোক্ষভাবে শান্তিতে নোবেল বিজয়ী ড. ইউনূসকে ইঙ্গিত করে বলেন, বাংলাদেশে সঠিক বিচার কাজ হয় না এমন অপবাদ সহ্য করা হবে না।

আনিসুল হক উল্লেখ করেন, জনগণ এ দেশের উন্নয়ন দেখেছে। উন্নয়নের এই ধারা অব্যাহত রাখতে জনগণের প্রয়োজন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। তিনি আসন্ন নির্বাচনে আবারো শেখ হাসিনাকে জয়যুক্ত করার জন্য জনগণের প্রতি আহ্বান জানান।

কসবার ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সঞ্জীব সরকারের সভাপতিত্বে এ অনুষ্ঠানে কসবা উপজেলা পরিষদের চেয়ারম্যান রাশেদুল কাওসার ভূইয়া জীবন, কসবা পৌরসভার মেয়র গোলাম হাক্কানী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনির হোসেন প্রমুখ বক্তৃতা করেন।

পরে মন্ত্রী ৫২ জন ভূমিহীন পরিবারকে প্রধানমন্ত্রীর দেয়া আশ্রয়ন প্রকল্পের উপহার হিসাবে ঘরের চাবি বুঝিয়ে দেন।

spot_img
spot_img

এই বিভাগের আরও পড়ুন

চট্টগ্রাম

সারাদেশ

বিশেষ-সংবাদ

বিনোদন